নয়াদিল্লি: ভারতে ভয়ঙ্কর করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যায় ফের বিশ্বরেকর্ড। এই নিয়ে একদিনে আক্রান্তের নিরিখে ৩৫ দিন ধরে বিশ্বে একনম্বরে ভারত। দৈনিক মৃত্যুর সংখ্যাও এখনও পর্যন্ত সর্বোচ্চ।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৭৩৫ জন। যা একদিনে সংক্রমিতের নিরিখে এখনও পর্যন্ত দেশে সর্বোচ্চ তো বটেই, বিশ্বরেকর্ডও। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৯ হাজার ৭০৬ জন। দেশে মোট আক্রান্ত ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৪।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৬২ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও এখনও পর্যন্ত সর্বোচ্চ। একদিনে মৃতের সংখ্যা ১ হাজার ১৭২। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল ১ হাজার ১১৫।
তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩৪ লক্ষ ৭১ হাজার ৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় দৈনিক সুস্থতার সংখ্যা ৭২ হাজার ৯৩৯। গতকাল একদিনে সুস্থতার সংখ্যা ছিল ৭৪ হাজার ৮৯৪। অর্থাত্, দৈনিক সুস্থতার সংখ্যা কমেছে।
দেশে মৃত্যুর হার কমে ১.৬৮ শতাংশ। সুস্থতার হার কমে ৭৭.৭৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন দেশে করে আক্রান্ত ৯৫,৭৩৫, একদিনে মৃত ১,১৭২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Sep 2020 11:16 PM (IST)
এই নিয়ে একদিনে আক্রান্তের নিরিখে ৩৫ দিন ধরে বিশ্বে একনম্বরে ভারত।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -