ওয়াশিংটন: এক-আধটা নয়, কমপক্ষে অন্তত পাঁচটি গ্রহাণু (নিকটবর্তী বিশ্ব বস্তু বা এনইও) বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে এসেছে বা আসছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)-কে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
নাসা-র সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস)-র তথ্য অনুসারে,বুধবার ভারতীয় সময় দুপুর ২.১৩ টা বা ইস্টার্ন ডেলাইট টাইম (ইডিটি) অনুসারে ভোর ৪.৪৩ টায় ১০৮ ফুট চওড়া ২০২০ কেকে৭ গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে উড়ে গিয়েছে।
এরপর সন্ধে ৬.১৭ মিনিট নাগাদ (ইডিটি অনুসারে সকাল ৮.৪৭ টা) ঘন্টায় ১২,০০০ মাইল বেগে পৃথিবীর পাশ দিয়ে উড়ে গিয়েছে ১১৫ ফুট চওড়া ২০২০ কেডি৪ গ্রহাণু। তা পৃথিবীর আড়াই মিলিয়ন মাইল দূর দিয়ে বেরিয়ে গিয়েছে।
সবচেয়ে বড় গ্রহাণু ১৪৪ ফুট ব্যাসের ২০২০ কেএফ ঘন্টায় ২৪ হাজার মাইল গতিবেগে রাত সাড়ে নটা নাগাদ উড়ে যাবে। ইডিটি অনুসারে, ওই সময় দুপুর বারোটা।
এর পরের গ্রহাণুটি প্রায় ১০৫ ফুট চওড়া। এর নাম ২০২০ কেজেআই। ইডিটি অনুসারে দুপুর ২.৫৭ নাগাদ তা ঘন্টায় ১১ হাজার মাইল বেগে পৃথিবীর পাশ ঘেঁষে বেরিয়ে যাবে। পৃথিবীর কাছ থেকে এর ন্যূনতম দূরত্ব থাকবে ১.৩ মিলিয়ন মাইল।
এছাড়াও ১৭১ ফুট ব্যাসের আরও একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। সিএনইওএস-এর তথ্য অনুসারে ২০২০ কেই৪ নামে চিহ্নিত গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘন্টায় ২০ হাজার মাইল গতিতে।
আর সবচেয়ে ভালো খবর হল, আকার ও গতির নিরিখে ২০২০ কেই৪ যদি আছড়েও পড়ে তাহলেও পৃথিবীর কোন ক্ষতিই হবে না। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই গ্রহাণু বায়ুমণ্ডলেই জ্বলে যাবে এবং আকাশেই বিস্ফোরণের পর বিলীন হয়ে যাবে।
পাঁচের মধ্যে এক, সাঁই সাইঁ করে পৃথিবীর দিকে ধেয়ে আসছে ১৭১ ফুট চওড়া গ্রহাণু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jun 2020 08:53 PM (IST)
এক-আধটা নয়, কমপক্ষে অন্তত পাঁচটি গ্রহাণু (নিকটবর্তী বিশ্ব বস্তু বা এনইও) বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে এসেছে বা আসছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)-কে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -