চণ্ডীগড়: পঞ্জাবে (Punjab) আজ মুখ্যমন্ত্রী (Chief Minister) পদে শপথ নেবেন ভগবন্ত মান (Bhagwant Mann)। ভগৎ সিংহের (Bhagat Singh) পৈত্রিক ভিটে খটকর কালান (Khatkar Kalan) গ্রামে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) ও আম আদমি পার্টির (Aam Aadmi Party) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নিকে। কেন্দ্রীয় মন্ত্রী বা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় ৯২টি আসন পেয়েছে আম আদমি পার্টি। সাঙ্গরুর জেলার ধুরি আসনে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন ভগবন্ত মান। 


অরবিন্দ কেজরিওয়াল ট্যুইট করে জানিয়েছেন, ‘আজ পঞ্জাবের জন্য একটি বড় দিন। নতুন আশার এই সোনালি মুহূর্তে আজ গোটা পঞ্জাব এক হবে এবং উন্নত পঞ্জাব গড়ার জন্য শপথ নেবে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য আমিও ভগৎ সিংহের পৈত্রিক ভিটে খটকর কালানে যাচ্ছি।’


পঞ্জাবের শহিদ ভগৎ সিংহ নগর জেলায় নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ট্যুইট করে ভগবন্ত মান জানিয়েছেন, ‘আজ সূর্যের সোনালি রশ্মি নতুন ভোর এনে দিয়েছে। শহিদ ভগৎ সিংহ ও বাবাসাহেবের (বি আর অম্বেডকর) স্বপ্ন পূরণ করতে গোটা পঞ্জাব আজ খটকর কালানে শপথ গ্রহণ করবে।’


পঞ্জাবে এবার বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছে আম আদমি পার্টি। পঞ্চনদের রাজ্যে এবার পালাবদল ঘটেছে। ঝাড়ু ঝড়ে উড়ে গিয়েছে কংগ্রেস। দিল্লির বাইরে প্রথম কোনও রাজ্য দখল করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। ৫০ হাজারেরও বেশি ভোটে জয়ী হন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। 


বিজেপি ও কংগ্রেস ছাড়া আম আদমি পার্টিই একমাত্র দল, যারা একাধিক রাজ্যে ক্ষমতায় আসতে পেরেছে। কংগ্রেস ও বিজেপি, দু’দলের সঙ্গেই লড়াই করে জয় পেয়েছে আম আদমি পার্টি।