কলকাতা: ভারতীয় ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়ে ক্রিকেট প্রশাসনের দায়িত্ব থাকা কোনও ক্রিকেটারের হাতে থাকা উচিত ছিল। সৌরভ দুর্দান্ত খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন, সভাপতি হিসেবেও তিনি দারুণ কাজ করবেন। এভাবেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় মুখর হলেন ভারতীয় দলের প্রধান প্রশিক্ষক রবি শাস্ত্রী। তবে গোলাপি বল নিয়ে আরও পরীক্ষানিরীক্ষা চলা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।


গত মাসে বিসিসিআইয়ের ৩৯তম সভাপতি হয়েছেন সৌরভ। গোটা ক্রিকেট দুনিয়া তাঁকে স্বাগত জানিয়েছে, এবার সেই তালিকায় নাম লেখালেন রবি শাস্ত্রীও। ১ মাসের মধ্যেই সৌরভ কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে দেশের প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ আয়োজন করে ফেলেছেন, ভারত ১ ইনিংস ও ৪৬ রানে ৩ দিনেই জিতে নিয়েছে ম্যাচ। রবি বলেছেন, সৌরভ সভাপতি হওয়ার পর প্রথম যাঁরা তাঁকে ফোন করে অভিনন্দন জানান, তাঁদের মধ্যে তিনিও ছিলেন। ভারতীয় ক্রিকেট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, মাঠের ভেতরে ও বাইরে ক্রিকেটকে তার ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিসিসিআই ঠিক পদক্ষেপ করেছে। সৌরভ দুর্দান্ত ক্রিকেটার, অসামান্য অধিনায়ক ছিলেন, প্রশাসনিক কাজকর্মও করেছেন। তাঁর বিসিসিআই সভাপতি হওয়ায় ভারতীয় ক্রিকেট উপকৃত হবে।

তবে সৌরভ ও তাঁর আয়োজিত দিন রাতের টেস্ট ক্রিকেটের উচ্ছ্বসিত প্রশংসা করলেও গোলাপি বল নিয়ে শাস্ত্রী এখনও সন্দিহান। গোলাপি বল তার গঠন আর উজ্জ্বলতা ধরে রাখতে পারবে কিনা, তা ভবিষ্যতে পরীক্ষার মুখে পড়বে বলে মন্তব্য করেছেন তিনি। এই বলে ধাতস্থ হতে কিছুদিন সময় লাগবে। ঠিকমত বল তৈরি করতে নির্মাতাদের সময় লাগবে আরও বেশি। দেখতে হবে, যাতে রাতেও সকলে বলটা দেখতে পান, শিশির পড়লে সেটার ওপর ওপর কী প্রভাব হয়, তাও দেখতে হবে। তাঁর কথায়, সন্ধের আলোআঁধারিতে গোলাপি বল দারুণ দ্রুত আসে। টেস্টে দেখা গিয়েছে, ব্যাটে আসার সঙ্গে সঙ্গে তার রং ফিকে হয়ে যাচ্ছে। সেটা কীভাবে আটকানো যায়, কীভাবে গোলাপি বল লাল বলের মত কাজ করে তা দেখতে হবে। শাস্ত্রী বলেছেন।