মুম্বই: "ভারতীয় খাবার জঘন্য, আমরা দেখাতে চাই বিষয়টা তা নয়!"
মার্কিন শিক্ষাবিদ ও ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক টম নিকোলস কখনও ভাবেননি, তাঁর এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় এত বড় সাইক্লোন উঠতে পারে। মন্তব্য-পাল্টা মন্তব্যে নিকোলসের মন্তব্য এখন ট্যুইটারে পপুলার থ্রেড।

উপযাজক হয়ে হয় একটি ট্যুইটারের জবাবে এই মন্তব্যটি করে বসেন তিনি। ওই নির্দিষ্ট টুইটে বলা হয়েছিল, "কোনও খাবার সংক্রান্ত সবথেকে বিতর্কিত মন্তব্যটি করুন।"
তার জবাবেই তিনি লেখেন, ভারতীয় খাবার খুবই খারাপ খেতে। এরপরই ভারতীয় ট্যুইটার ব্যবহারকারীরা আক্রমণের ঝড় বইয়ে দেন ট্যুইটারে।
রবিবার থেকে টম নিকোলসের ট্যুইটটি ১২ হাজারেরও বেশ লাইকও সংগ্রহ করে ফেলেছে। এসেছে ভুরি ভুরি ব্যঙ্গাত্মক জবাবও। কেউ কেউ তো তাঁর মতামতের সমালোচনা করে বলেন, আসলে ‘ইন্ডিয়ান কুইজিন’ বলে কিছু হয় না।



একজন তো নিকোলসকে আবার খাওয়া-দাওয়া সংক্রান্ত একটি জনপ্রিয় ওয়েবসিরিজ দেখে তারপর মন্তব্য করতে বলেন।



তবে সমালোচকদের এই সব মন্তব্যের যে তিনি মোটেই তোয়াক্কা করছেন না, তা বুঝিয়ে দিয়েছেন আরেকটি ট্যুইট করে। তাতে তিনি লিখেছেন, আমি দু’ধরনের খাবার খাই না। ভারতীয় এবং ইথিওপিয়ান। আমার এই ব্যপারে কোনও রাখঢাক নেই।



ভারতীয় টেলিভিশন উপস্থাপক, মডেল, পদ্মলক্ষ্মী তো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শাণিয়েছেন।