মু্ম্বই: সুপ্রিম কোর্টের রায়ের পরেই রণে ভঙ্গ দিল বিজেপি। শেষ পর্যন্ত ইস্তফাই দিলেন দেবেন্দ্র ফড়নবিশ। আস্থা ভোটের আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়নবিশ। ৩দিনেই মহারাষ্ট্রে ফড়নবিশ সরকারের পতন হল । মানলেন, নেই সংখ্যাগরিষ্ঠতা। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন উদ্ধব ঠাকরেই। উপ মুখ্যমন্ত্রী হতে পারেন এনসিপির জয়ন্ত পাটিল ও কংগ্রেসের বালাসাহেব থোরাট। সম্ভবত কালই হবে শপথগ্রহণ।
ইস্তফা দিয়ে ফড়নবিশ বললেন, বিরোধী আসনেই বসব। দায় চাপালেন শিবসেনার উপরে। দেবেন্দ্র আরও বলেন:
- অজিত পওয়ার ইস্তফা দেওয়ার পরে আমিও সরছি। আমরা বিরোধী দলের আসনে বসে কাজ করব। আমাদের কাছে এখন সংখ্যাগরিষ্ঠতা নেই।
- মহারাষ্ট্রে এই ৩ দলের সরকার বেশিদিন চলবে না। মতের ঐক্য হবে না। জনাদেশ বিজেপি-শিবসেনার পক্ষেই গিয়েছিল। আমরা শিবসেনার সঙ্গেই ভোটে লড়েছিলাম। আমরা সরকার গঠনের চেষ্টা করেছিলাম। যে কথা কখনও শিবসেনাকে দেওয়া হয়নি, তাতেই ওরা অনড় রইল।
- রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র দেব । দায়িত্বশীল বিরোধী দল হিসেবেই কাজ করব। আমরা মানুষের জন্য কাজ করে যাব । সেই কারণেই আমিও ইস্তফা দেব ।
বিজেপিকে হুমকি দিয়েছিল শিবসেনা। মুখ্যমন্ত্রী পদের জন্য এনসিপির সঙ্গে আলোচনা চালিয়ে গেছে শিবসেনা। রাজ্যপাল আমাদেরই প্রথম সরকার গড়তে ডেকেছিল।
- মুখ্যমন্ত্রিত্ব নিয়ে শিবসেনার সঙ্গে কোনও কথাই হয়নি। বিজেপিকে হুমকি দেওয়ার পরেই অন্য দলের সঙ্গে কথা বলে শিবসেনা। ভোটের আগে আমরা কোনও প্রতিশ্রুতি দিইনি শিবসেনাকে । রাজ্যের মানুষ বিজেপি-শিবসেনা জোটের পক্ষে রায় দিয়েছেন । মহারাষ্ট্রের মানুষ আমাদের ভোট দিয়েছেন।
- আমরা অনেকটা সময় শিবসেনার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু ওরা এনসিপি-কংগ্রেসের সঙ্গে কথা বলতে চলে গেল। যারা কোনওদিন ‘মাতশ্রী’র বাইরে পা রাখেনি, তারা সরকার গঠনের জন্য এনসিপি, কংগ্রেসের দ্বারে দ্বারে ঘুরেছে।
- ওদের ক্ষমতার লোভ এতটাই যে, শিবসেনা সনিয়া গাঁধীর সঙ্গে জোট বাঁধতেও রাজি।
বিজেপি প্রথম থেকেই ঠিক করেছিল, ঘোড়া-কেনাবেচা করবে না । সেটা আমরা করিওনি।
- অজিত পওয়ার আমায় জানিয়েছেন, উনি ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন।
বিজেপির ঘোড়া থামানোর পরে নতুন উদ্যমে কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট। ৫ বছর উদ্ধবই থাকবেন মুখ্যমন্ত্রী, দাবি শিবসেনার। বেশিদিন টিকবে না সরকার, পাল্টা দাবি বিজেপির।
ইস্তফা ফড়নবিশের, বললেন বিরোধী আসনেই বসব, দায় চাপালেন শিবসেনার উপরে
Web Desk, ABP Ananda
Updated at:
26 Nov 2019 04:50 PM (IST)
'মহারাষ্ট্রে এই ৩ দলের সরকার বেশিদিন চলবে না। মতের ঐক্য হবে না। জনাদেশ বিজেপি-শিবসেনার পক্ষেই গিয়েছিল। আমরা শিবসেনার সঙ্গেই ভোটে লড়েছিলাম। আমরা সরকার গঠনের চেষ্টা করেছিলাম। যে কথা কখনও শিবসেনাকে দেওয়া হয়নি, তাতেই ওরা অনড় রইল। ', বললেন ফড়নবিশ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -