কলকাতা: রোগ নিরাময় ও সেবা-শুশ্রুষাকে জীবনের মূল মন্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু, মারণ ভাইরাসের থাবায় অকালেই শেষ হয়ে গেল এই জনদরদী চিকিৎসকের জীবন।
বাবাকে কথা দিয়েছিলেন, রোগী দেখার বিনিময়ে কখনওই প্রচুর টাকা নেবেন না। তাই আজীবন মাত্র ৫ টাকায় রোগী দেখেছেন নৈহাটির চিকিত্সক হিরন্ময় ভট্টাচার্য। কারও অভাবের কথা শুনলে, নিতেন না কানাকড়িও। করোনা কেড়ে নিল এমনই এক চিকিত্সকের প্রাণ।
পরিবার সূত্রে খবর, করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই, শনিবার তাঁকে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল রাতে মৃত্যু হয় তাঁর।
পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, গোটা লকডাউন পর্বেই চেম্বারে বসেন এই চিকিৎসক। দিন দশেক আগে তাঁর জ্বর আসে। এর সঙ্গে করোনার উপসর্গও ছিল। প্রথম থেকেই তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। গতকাল রাত সাড়ে নটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
এই জনপ্রিয় চিকিৎসকের মৃত্যুতে স্থানীয় লোকজন শোকাহত। চিকিৎসক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।
আজীবন রোগী দেখতেন ৫ টাকায়, করোনা কাড়ল নৈহাটির চিকিত্সক হিরন্ময় ভট্টাচার্যর প্রাণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2020 07:44 PM (IST)
পরিবার সূত্রে খবর, দিন দশেক আগে তাঁর জ্বর আসে। সঙ্গে করোনার উপসর্গও ছিল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -