নয়াদিল্লি: গ্যালারিতে ছেলেকে জড়িয়ে ধরে বসে রয়েছেন এক ব্যক্তি। কথা বলছেন, ছেলেটি শান্ত হয়ে শুনছে। ভালো করে দেখলে বোঝা যাবে, ছেলেটি দৃষ্টিহীন। তার বাবা অত্যন্ত যত্ন সহকারে খেলার প্রতিটি মুহুর্ত ছেলেটির কানে পৌঁছে দিচ্ছেন। এভাবে মাঠে বসে খেলার আনন্দ উপভোগ করছে ছোট্ট ওই দর্শক।  সোশ্যাল মিডিয়ায় এই মর্মস্পর্শী ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।


ক্রীড়ামোদীদের কাছে মাঠে গিয়ে প্রিয় দলের খেলা দেখা একটা স্বপ্নপূরণের মতো। ভাইরাল ভিডিওতে ওই ব্যক্তিকে ছেলের সেই স্বপ্ন পূরণ করতে দেখা গিয়েছে। ছেলেকে নিয়ে মাঠে পৌঁছে গিয়েছিলেন তিনি। এরপর গ্যালারিতে বসে ম্যাচের প্রতিটি মূহূর্ত ছেলের কাছে বর্ণনা করছিলেন তিনি।

আটলেটিকো জুনিয়র এফসি-র ফ্যান অ্যাকাউন্ট জুনিয়র এস মি প্যাসন-এর মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। বারানকুইলার এসটেডিও মেট্রোপোলিটানো রোবার্তো মেলেনডেজে একটি ম্যাট চলাকালে এই ভিডিওটি তোলা হয়।



ওই ইনস্টাগ্রাম পোস্ট অনুসারে, দৃষ্টিহীন ছেলেটির নাম সেবাস্টিয়ান। পোস্টে লেখা হয়েছে, সেবাস্টিয়ান দারুণ সুন্দর এক শিশু, ও দৃষ্টিহীন। কিন্তু প্রিয় দলের হয়ে আবেগ অনুভব করতে বাধা হয়ে দাঁড়ায়নি ওই প্রতিবন্ধকতা। ওর বাবা মাঠের ঘটনাক্রম ওকে জানাচ্ছিলেন।

এই ভিডিও সোশ্যাল মিডিয়া ইউজারদের আবেগপ্রবণ করে তুলেছে। ভিডিও-র কমেন্টস সেকশন ভরে উঠেছে শিশুটির প্রতি ভালোবাসা ভরা বার্তায়। তাঁরা শিশুটির বাবার আন্তরিকতার উচ্ছ্বসিত প্রশংসায় সামিল হয়েছেন।