প্রতি স্বাস্থ্য কর্মীর দায়িত্ব অন্তত একজন পুরুষের নিবীর্যকরণ, নইলে চাকরি যাবে, ফরমান কমল নাথ সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Feb 2020 10:28 AM (IST)
রাজ্য হেলথ মিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ভারতই প্রথম দেশ, যেখানে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ১৯৫২ সালে রাষ্ট্রীয় প্রকল্প হিসেবে নিবীর্যকরণ চালু হয়।
ভোপাল: প্রত্যেক কর্মীকে অন্তত একজন পুরুষের নিবীর্যকরণ করাতে হবে, না হলে ধরানো হবে ভিআরএস। মধ্য প্রদেশের স্বাস্থ্য কর্মীদের এমনই নির্দেশ দিয়েছে কমল নাথ সরকার। দায়িত্ব পালন করলে না পারলে মাইনেও কেটে নেওয়া হবে বলে তারা জানিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের এই নির্দেশে বলা হয়েছে, যিনি এই নিবীর্যকরণের লক্ষ্যপূরণ করতে না পারবেন, তাঁর অনিচ্ছা থাকলেও জোর করে ভিআরএস দেওয়া হবে তাঁকে। অর্থাৎ চাকরি থাকবে না। মধ্য প্রদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে স্বাস্থ্য দফতরের কর্মীদের ৫-১০ জন পুরুষের নিবীর্যকরণ অত্যাবশ্যক করা হয়েছে। রাজ্য হেলথ মিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ভারতই প্রথম দেশ, যেখানে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ১৯৫২ সালে রাষ্ট্রীয় প্রকল্প হিসেবে নিবীর্যকরণ চালু হয়। এই প্রকল্পে পুরুষদের সহযোগিতা বাড়ানো সব থেকে বড় চ্যালেঞ্জ।