রাজধানীর বুকে বেনজির ভাবে আজ শয়ে শয়ে দিল্লি পুলিশের কর্মীরা নিজেদের সদর দপ্তরের বাইরে প্রতিবাদ-বিক্ষোভ, ধরনায় বসেন। ঘন্টার পর ঘন্টা ধরে চলে তা। গত শনিবার তিস হাজারি কোর্ট কমপ্লেক্সে পার্কিং নিয়ে আইনজীবীদের সঙ্গে তাদের বচসা শেষ পর্যন্ত হাতাহাতি, সংঘর্ষে মোড় নেয়। হিংসার জেরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ঘটনাচক্রে দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন। আইনজীবী বনাম পুলিশ, এই অভূতপূর্ব সংঘাত, দ্বৈরথের মধ্যেই আপ টার্গেট করেছে বিজেপি, দিল্লি পুলিশকে। আপ সরকারের দাবি, দিল্লি পুলিশ রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছে না।
আর আজ আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ, যিনি নিজেও আইনজীবী দফায় দফায় ট্যুইট করেন দিল্লি পুলিশকে নিশানা করে। তিনি মন্তব্য করেন, দিল্লি পুলিশকে বিজেপিকে এতটাই বাড়তে দিয়েছে যে, মনে হয়, আমরা বোধহয় পুলিশ রাষ্ট্রে বাস করছি!
আপের এই মুখপাত্র আরও বলেন, পুলিশের দিল্লির মৌলিক আইনশৃঙ্খলা নিয়ে কোনও মাথাব্যথাই নেই। পুলিশ অফিসাররা এতটা উদ্ধত। দিল্লি পুলিশকে একটি রাজনৈতিক বাহিনী করে তোলা হয়েছে, ওরা এমন কাজ করে যে মনে হয়, বিজেপির একটা সশস্ত্র শাখা। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করে আপ নেতাটি ট্যুইট করেছেন, দিল্লির আইনশৃঙ্খলা রক্ষায় উনি পুরোপুরি ব্যর্থ। গত ৭০ বছরে সবচেয়ে খারাপ হয়েছে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি। আর উনি রাজ্য সরকার ভাঙাগড়ায় ব্যস্ত।
পাশাপাশি অ্যাডভোকেটদের বার অ্যাসোসিয়েশনও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তত্পর হবে, এমন আশাও প্রকাশ করেন ভরদ্বাজ। বলেন, ঠিক কাজ করায় কখনও দেরি হয় না।
আইনজীবীরা বারবার তাদের ওপর হামলা করছেন বলে অভিযোগ তুলে দিল্লি পুলিশকর্মীরা আজ সদর দপ্তরের বাইরে অবস্থানে বসেন। শনিবারের সংঘর্ষে অন্তত ২০ জন পুলিশকর্মী, একাধিক আইনজীবী জখম হন। একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। তবে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন আইনজীবীরাও।