নয়াদিল্লি: রবিবার মজার ছলে ট্যুইট করেছিলেন। এবার একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের কাছে দিল্লির দূষণ রোখার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন হরভজন সিংহ। তাঁকে সমর্থন করে প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘ভাজ্জির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এক্ষেত্রে গাফিলতি হলে অপূরণীয় ক্ষতি হবে।’



দিল্লির দূষণ নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। আজ গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ, গাজিয়াবাদের মতো অঞ্চলগুলিতে দূষণের মাত্রা সামান্য কমেছে। তবে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছেন দিল্লিবাসীরা। তাঁদের পাশে দাঁড়ালেন হরভজন ও লক্ষ্মণ।