নয়াদিল্লি: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর প্রথম প্রতিক্রিয়ায় তাঁকে ধন্যবাদ দিয়ে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় জানান, এই বৈঠকের অভিজ্ঞতা অভিনব। তিনি জানান, আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, কীভাবে আরও বেশি জনমুখী করে তোলার জন্য আমলাতন্ত্রকে ঢেলে সাজাচ্ছেন তিনি। তারপর সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কী কী প্রসঙ্গ উঠে এল তা জানান অভিজিৎ।


- স্বাস্থ্যক্ষেত্রে যে অর্থ মানুষ ব্যয় করছেন, সেই অনুযায়ী উপযুক্ত পরিষেবা পাচ্ছেন না, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। উপযুক্ত প্রশিক্ষণ এবং চেষ্টায় অবস্থার উন্নতি করা যায়, বলে মনে করেন অভিজিৎ।
- ভারতে আমার কাজ হল শিক্ষা নিয়ে। কীভাবে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করা যায়, তাই নিয়েও কথা হয়েছে, বলেন অভিজিৎ।
- এদেশে বাড়িতে একজন মানুষ অসুস্থ হলে পরিবার সর্বস্বান্ত হয়ে যায়, এটা আমাদের দেশের খুব স্বাভাবিক চিত্র। এই পরিস্থিতি বদলানো দরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য-ব্যবস্থা নিয়ে দীর্ঘ আলোচানা হয়েছে, বলে জানান অভিজিৎ।
- দেশের স্বাস্থ্যের উন্নয়নে মহিলাদের প্রতি আরও বেশি নজর দেওয়া দরকার বলে মনে করেন তিনি।
- আমি বাস্তব পরিসংখ্যানের উপর নির্ভর করে কাজ করি। রাজ্য সরকার যদি প্রয়োজন মনে করেন আমি নিশ্চয় সাহায্য করব, মন্তব্য নোবেলজয়ীর।

সাংবাদিক বৈঠকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে নারাজ হয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,'প্রধানমন্ত্রী আমায় মজা করে বলেছেন, কীভাবে সংবাদমাধ্যম আমায় মোদিবিরোধী মন্তব্য করতে চাপ সৃষ্টি করছে! তাই এইসব প্রশ্ন করবেন না। উনি কিন্তু টিভি দেখছেন!'

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের পর ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন,'খুব ভাল বৈঠক হয়েছে। মানুষের ক্ষমতায়নের জন্য তিনি যেভাবে কাজ করেছেন তা স্পষ্টই দেখা যাচ্ছে । আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সাফল্যে দেশ গর্বিত। ভবিষ্যতের সব কাছে তাঁর সাফল্য কামনা করি।