নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া সংক্রান্ত সিবিআই-এর দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তবে তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন না। বৃহস্পতিবার পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হচ্ছে তাঁকে।

গত ২১ অগাস্ট চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। এরপর থেকেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে। গত ৩০ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট তাঁর জামিনের আর্জি নাকচ করে দেয়। তবে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, চিদম্বরম যদি অন্য কোনও মামলায় গ্রেফতার না হয়ে থাকেন, তাহলে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেতে পারেন চিদম্বরম। তবে তাঁকে তদন্তকারীদের জেরার মুখোমুখি হতে হবে। তিনি আদালতের আগাম অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।