নয়াদিল্লি: তিন রাজ্যের বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত! এবিপি আনন্দ-সি ভোটারের করা যৌথ সমীক্ষা অনুযায়ী, ভোট শতাংশের নিরিখে বিজেপির হাতে থাকা তিন রাজ্যেই বিজেপিকে টেক্কা দিতে পারে কংগ্রেস। অর্থাৎ, ফল সত্যিই এমনটা হলে লোকসভা ভোটের আগে অক্সিজেন পেতে পারে কংগ্রেস। কিন্তু, উল্টোদিকে সমীক্ষায় আরেকটা জিনিসও উঠে আসছে, তা হল, তিন রাজ্যের লড়াইয়ে কংগ্রেস বিজেপিকে টেক্কা দিতে পারলেও, যখনই প্রশ্ন উঠছে মোদি বনাম রাহুলের কিংবা লোকসভা ভোটের ফলাফলের, তখন কিন্তু কংগ্রেস পিছিয়ে পড়ছে এবং বিজেপি তথা মোদি অনেকটাই এগিয়ে যাচ্ছেন! প্রশ্ন ছিল, মোদি এবং রাহুলের মধ্যে প্রধানমন্ত্রী পদে পছন্দ কাকে?
২০১৭ সালে এবিপি আনন্দ-সি ভোটারের যৌথ সমীক্ষায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী পদে ৬৯ শতাংশের পছন্দ নরেন্দ্র মোদি। ২০১৮-র জানুয়ারিতে করা সমীক্ষায় মোদির জনপ্রিয়তা সামান্য কমে দাঁড়ায় ৬৬ শতাংশ। আট মাসের মাথায় ২০১৮-র সেপ্টেম্বর মাসে মোদির জনপ্রিয়তা আরও কমে দাঁড়ায় ৬০ শতাংশ।
উল্টোদিকে ২০১৭ সালে এবিপি আনন্দ-সি ভোটারের যৌথ সমীক্ষায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী পদে মাত্র ২৬ শতাংশের পছন্দ রাহুল গাঁধী। ২০১৮-র জানুয়ারিতে করা সমীক্ষায় রাহুলের জনপ্রিয়তা সামান্য বেড়ে দাঁড়ায় ২৮ শতাংশ। আট মাসের মাথায় ২০১৮-র সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী পদে রাহুলের জনপ্রিয়তা আরও একটু বেড়ে দাঁড়ায় ৩৪ শতাংশ।
অর্থাৎ, সমীক্ষা থেকে একটা ইঙ্গিত স্পষ্ট, প্রধানমন্ত্রীত্বের দৌড়ে মোদি রাহুলের চেয়ে এখনও ঢের এগিয়ে, কিন্তু, তাঁর জনপ্রিয়তা ক্রমেই কমছে। উল্টোদিকে রেসে রাহুল এখনও অনেক পিছিয়ে থাকলে, দিন যত এগোচ্ছে, তাঁর গুণমুগ্ধের সংখ্যা একটু একটু করে বাড়ছে।
এখনই ভোট হলে প্রধানমন্ত্রী হিসেবে এখনও ৬০ শতাংশের পছন্দ মোদিকে, ৩৪ শতাংশের বাজি রাহুল, ইঙ্গিত এবিপি আনন্দ-সি ভোটার যৌথ সমীক্ষায়
Web Desk, ABP Ananda
Updated at:
04 Oct 2018 08:06 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -