নয়াদিল্লি: দিল্লিতে গতকাল বিধানসভা ভোট হয়েছে। কিন্তু আজও জানা গেল না, মোট কত শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর ট্যুইট, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। নির্বাচন কমিশন কী করছে? ভোটগ্রহণের পর অনেকক্ষণ কেটে গেলেও, কত শতাংশ ভোট পড়েছে সেটা জানাচ্ছে না কেন?’

গতকাল সকাল আটটা থেকে দিল্লিতে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় সন্ধে ৬টায়। সাধারণত ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই জানা যায় কত শতাংশ ভোট পড়েছে। কিন্তু দিল্লির ক্ষেত্রে সেটা হয়নি। মোট বৈধ ভোটারের সংখ্যা ছিল ১.৪৭ কোটি। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই আম আদমি পার্টিকে এগিয়ে রাখা হয়েছে।