নয়াদিল্লি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়েছিল, হাঁটুর চোটের জন্য বিশ্বকাপের মাঝপথ থেকেই দেশে ফিরতে হচ্ছে উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ শেহজাদকে। যদিও দেশে ফিরে বোমা ফাটালেন আফগান ক্রিকেটার। জানিয়ে দিলেন, তিনি ফিট। ষড়যন্ত্র করে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন শেহজাদ। তবে সুস্থ হয়ে প্রত্যাবর্তন ঘটান। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টুর্নামেন্টে আফগানিস্তানের প্রথম দুই ম্যাচও খেলেন। তারপর আচমকাই হাঁটুর চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।
সোমবার কাবুল থেকে সংবাদসংস্থা পিটিআইকে শেহজাদ বলেছেন, 'সুস্থ থাকলেও কেন চোট রয়েছে বলে আমাকে দল থেকে বাদ দেওয়া হল জানি না। বোর্ডের কিছু কর্তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমাকে যে ফেরত পাঠানো হবে, শুধু দলের ম্যানেজার, ডাক্তার আর অধিনায়ক সেটা জানত। এমনকী, কোচ ফিল সিমন্সও ব্যাপারটা অনেক পরে জেনেছেন। হৃদয়বিদারক ঘটনা।' তিনি যোগ করেছেন, 'নিউজিল্যান্ড ম্যাচের আগে প্র্যাক্টিস করে ফিরে ফোন চেক করার সময় দেখি আমি হাঁটুর চোটের জন্য ছিটকে গিয়েছি। টিমবাসের কেউই এটা জানত না এবং সকলেই আমারই মতো হতবাক হয়েছিল।'
যদিও শেহজাদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন আফগানিস্তান বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার আসাদুল্লাহ খান। বলেছেন, 'ও যা বলেছে সম্পূর্ণ ভুল। আইসিসিকে নির্ভুল মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার পরই ওর বিকল্প নেওয়া হয়। আনফিট কাউকে মাঠে নামানো যায় না। বুঝতে পারছি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে ও হতাশ। তবে ফিটনেস নিয়ে আপোস চলবে না।'
যদিও তাতে শেহজাদ দমেননি। পাল্টা অভিযোগ করেছেন, 'হাঁটুতে সামান্য চোট থাকলেও সেটা সেরে গিয়েছিল। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ করা ঠিক নয়।'
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আমি সম্পূর্ণ সুস্থ, ষড়যন্ত্র করে বিশ্বকাপ থেকে দেশে ফেরানো হল, বিস্ফোরক অভিযোগ মহম্মদ শেহজাদের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jun 2019 09:54 PM (IST)
শেহজাদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন আফগানিস্তান বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার আসাদুল্লাহ খান
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -