নয়াদিল্লি: আজ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্যাম্পাসে সন্ত্রাস তৈরির অভিযোগ আনলেন উপাচার্য মামিদালা জগদীশ কুমার। তিনি বলেন, ‘আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ এমন সন্ত্রাস ছড়িয়েছে, আমাদের অনেক পড়ুয়াকেই হস্টেল ছাড়তে হয়েছে। আমাদের ক্যাম্পাস শান্তিপূর্ণ। কিন্তু শিক্ষকদের একাংশের মদতে আন্দোলনকারী পড়ুয়ারা সন্ত্রাস চালাচ্ছে।’
জেএনইউ-এর উপাচার্য আরও বলেন, ‘সমস্যা হল, অনেক পড়ুয়াই বেআইনিভাবে হস্টেলে থাকছে। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পর্ক নেই। ফলে তারা হিংসায় জড়িত থাকতে পারে। যে শিক্ষকরা আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থন করছেন এবং ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছেন, তাঁদের কাছে আমার প্রশ্ন, ওই পড়ুয়াদের ভবিষ্যতের বিষয়ে আপনারা কী করছেন? আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের কী ক্ষতি করছেন, সেটা ভেবে দেখা উচিত। হাজার হাজার পড়ুয়া পড়াশোনা করতে চাইছে। তাদের পাশে নেই এই শিক্ষকরা। পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গত কয়েকদিনে আমরা কড়া ব্যবস্থা নিয়েছি। হস্টেলের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সাধারণ পড়ুয়াদের যাতে ক্ষতি না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লি পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে পুলিশকর্মীদের রাখার অনুরোধ জানানো হয়েছে।’
আন্দোলনকারী পড়ুয়ারা ক্যাম্পাসে সন্ত্রাস তৈরি করেছেন, দাবি জেএনইউ-এর উপাচার্যর
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jan 2020 02:39 PM (IST)
'শিক্ষকদের একাংশের মদতে আন্দোলনকারী পড়ুয়ারা সন্ত্রাস চালাচ্ছে।’
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -