Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৫ মানবাধিকার কর্মীর গ্রেফতারি: নির্দিষ্ট নকশালি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী, ‘সর্বোচ্চ স্তরের রাজনৈতিক কর্মীদের টার্গেট’ করার প্রমাণ আছে, দাবি পুণে পুলিশের
Web Desk, ABP Ananda
Updated at:
29 Aug 2018 09:34 PM (IST)
NEXT
PREV
নাগপুর: মাওবাদী যোগের অভিযোগে ৫ মানবাধিকার কর্মীর গ্রেফতারির বিরুদ্ধে নানা মহলের প্রতিবাদের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহিরের সাফাই, পুলিশ নির্দিষ্ট নকশালপন্থী কার্যকলাপের অভিযোগ পেয়ে তা রুখতেই পদক্ষেপ করেছে। তিনি আজ সাংবাদিকদের বলেন, পুলিশি ব্যবস্থা সম্পর্কে কোনও মন্তব্য করতে চাই না। পুলিশ বিভাগকে ব্যবস্থা গ্রহণে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে, তারা সেটাই করছে। পুলিশ কোনও চক্রান্তের ইঙ্গিত পেয়েছে, হতে পারে তা প্রধানমন্ত্রী, দেশ, গণতন্ত্রের বিরুদ্ধে। কিছু বিশেষ নকশালবাদী কার্যকলাপ প্রকাশ্যে চলে আসায় তার বিরুদ্ধ পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং তা অব্যাহত রাখবে।
গতকালই পুণে পুলিশ গত ৩১ ডিসেম্বর পুণের কাছে কোরেগাঁও-ভিমা গ্রামে এলগার পরিষদ কর্মসূচি পালনকে কেন্দ্র করে দলিত-বিরোধী হিংসার অভিযোগে তদন্তের অঙ্গ হিসাবে বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে ৫ মানবাধিকার কর্মীর বাড়িতে তল্লাশি চালায়, তাদের বিরুদ্ধে মাওবাদী সংশ্রবের অভিযোগ আনে। এর বিরুদ্ধে বিরোধী শিবির সহ নানা মহল বিরুদ্ধ কণ্ঠস্বর দমিয়ে রাখার অভিযোগ তোলে।
পাশাপাশি পুণে পুলিশের দাবি, তাদের হাতে ‘নথিপ্রমাণ’ আছে যে, ‘সর্বোচ্চ স্তরের রাজনৈতিক কর্মীদের টার্গেট করা হয়েছে’। দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি তীব্র বিরাগ আছে ধৃতদের। পাশাপাশি গতকাল ধৃতদের কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগসাজশের তথ্যও আছে বলে দাবি করেছেন পুণে পুলিশের যুগ্ম কমিশনের শিবাজীরাও বোড়খে। পাশাপাশি ডিসিপি শিরিষ সরদেশপান্ডের দাবি, এলগার পরিষদকে অর্থ জোগায় মাওবাদীরা।
নাগপুর: মাওবাদী যোগের অভিযোগে ৫ মানবাধিকার কর্মীর গ্রেফতারির বিরুদ্ধে নানা মহলের প্রতিবাদের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহিরের সাফাই, পুলিশ নির্দিষ্ট নকশালপন্থী কার্যকলাপের অভিযোগ পেয়ে তা রুখতেই পদক্ষেপ করেছে। তিনি আজ সাংবাদিকদের বলেন, পুলিশি ব্যবস্থা সম্পর্কে কোনও মন্তব্য করতে চাই না। পুলিশ বিভাগকে ব্যবস্থা গ্রহণে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে, তারা সেটাই করছে। পুলিশ কোনও চক্রান্তের ইঙ্গিত পেয়েছে, হতে পারে তা প্রধানমন্ত্রী, দেশ, গণতন্ত্রের বিরুদ্ধে। কিছু বিশেষ নকশালবাদী কার্যকলাপ প্রকাশ্যে চলে আসায় তার বিরুদ্ধ পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং তা অব্যাহত রাখবে।
গতকালই পুণে পুলিশ গত ৩১ ডিসেম্বর পুণের কাছে কোরেগাঁও-ভিমা গ্রামে এলগার পরিষদ কর্মসূচি পালনকে কেন্দ্র করে দলিত-বিরোধী হিংসার অভিযোগে তদন্তের অঙ্গ হিসাবে বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে ৫ মানবাধিকার কর্মীর বাড়িতে তল্লাশি চালায়, তাদের বিরুদ্ধে মাওবাদী সংশ্রবের অভিযোগ আনে। এর বিরুদ্ধে বিরোধী শিবির সহ নানা মহল বিরুদ্ধ কণ্ঠস্বর দমিয়ে রাখার অভিযোগ তোলে।
পাশাপাশি পুণে পুলিশের দাবি, তাদের হাতে ‘নথিপ্রমাণ’ আছে যে, ‘সর্বোচ্চ স্তরের রাজনৈতিক কর্মীদের টার্গেট করা হয়েছে’। দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি তীব্র বিরাগ আছে ধৃতদের। পাশাপাশি গতকাল ধৃতদের কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগসাজশের তথ্যও আছে বলে দাবি করেছেন পুণে পুলিশের যুগ্ম কমিশনের শিবাজীরাও বোড়খে। পাশাপাশি ডিসিপি শিরিষ সরদেশপান্ডের দাবি, এলগার পরিষদকে অর্থ জোগায় মাওবাদীরা।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -