নয়াদিল্লি: জাতীয় অপরাধ সংক্রান্ত রেকর্ড ব্যুরোর (এনসিআরবি)-র তথ্য পরিসংখ্যানে ধর্ষণ ও মহিলাদের ওপর সামগ্রিক ভাবে অপরাধ বৃদ্ধির প্রবণতা পরিষ্কার। এই প্রেক্ষিতে আগামী মাসে যৌন অপরাধীদের সম্পর্কে একটি জাতীয় তথ্যপঞ্জি প্রকাশ করা হচ্ছে বলে জানালেন সরকারি অফিসাররা। লোকসমাজে বিড়ম্বনায় ফেলতে যৌন অপরাধীদের নাম-পরিচয় দেওয়া থাকবে ওই রেজিস্ট্রিতে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক পদস্থ কর্তা বলেন, মহিলাদের ওপর অপরাধ করা লোকজনের জাতীয় রেজিস্ট্রি আগামী মাস বেরবে। ক্রাইম ও ক্রিমিন্যাল ট্র্যাকিং নেটওয়ার্ক ও সিস্টেমস থেকে রেকর্ড সংগ্রহ করা হচ্ছে এজন্য। তিনি এও জানান, যৌন অপরাধীদের রেজিস্ট্রি রক্ষণাবেক্ষণের ব্যাপারে নোডাল এজেন্সি হিসাবে কাজ করবে এনসিআরবি। এর ফলে বারবার যারা একই অপরাধ করে, তাদের চিহ্নিত করতে সুবিধা হবে আইন প্রয়োগকারী এজেন্সিগুলির। জনসাধারণও ওই যৌন অপরাধে জড়িতদের সম্পর্কে অবহিত থাকবেন।
এনসিআরবি-র সাম্প্রতিক তথ্য হল, ২০১৫-য় ৩৪,৬৫১টি ধর্ষণের মামলা দায়ের হয়। সংখ্যাটা ২০১৬-য় বেড়ে হয় ৩৮,৯৪৭। মহিলাদের ওপর সামগ্রিক অপরাধের মামলা ২০১৫-য় ৩,২৯,২৪৩ থেকে বেড়ে হয় ৩,৩৮,৯৫৪টি।
এও জানা গিয়েছে, দায়ের হওয়া মামলার বেশিরভাগই স্বামী বা তার আত্মীয়দের নিষ্ঠুরতা সংক্রান্ত (৩২.৬ শতাংশ), মহিলার সম্মানে কালিমা লেপনের জন্য হামলা (২৫ শতাংশ), মহিলা অপহরণ (১৯ শতাংশ) ও ধর্ষণ (১১.৫ শতাংশ)। ধর্ষণের মামলা সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে (৪৮৮২টি), উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে ধর্ষণ মামলার সংখ্যা যথাক্রমে ৪৮১৬ ও ৪১৮৯টি।
ধর্ষণ, মহিলাদের ওপর সামগ্রিক অপরাধ বেড়েছে, জানাল এনসিআরবি-র পরিসংখ্যান, সেপ্টেম্বরে প্রকাশ করা হবে যৌন অপরাধীদের নাম, পরিচিতি
Web Desk, ABP Ananda
Updated at:
29 Aug 2018 06:46 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -