ঝাড়খণ্ডে তবরেজ আনসারি নামে এক যুবকের বিতর্কিত মৃত্যু সম্পর্কিত ঘটনায় হিংসাকে প্রশ্রয় দেওয়া ও উসকানিমূলক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অভিযোগ রয়েছে বিগ বস-এ যোগ দেওয়া এজাজের বিরুদ্ধে। টিকটকে ০৭ গ্রুপ নামে ৫ যুবকের একটি গোষ্ঠীর বিরুদ্ধেও হিংসা ছড়ানোর অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ। আজাজ সেই গোষ্ঠীটিকেও সমর্থন করে তাদের নিজের অফিসে ডেকে পাঠান। অভিযোগ, ফৈজু নামে এক অভিযুক্ত যুবকের সঙ্গে তিনি এমন বেশ কয়েকটি ভিডিও বানান, যা দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়াতে পারে, আঘাত করতে পারে ধর্মীয় আবেগে। এক ভিডিওয় মুম্বই পুলিশকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতেও তাঁকে দেখা গিয়েছে।
গত মাসে ঝাড়খণ্ডের সরাইকেলায় বাইক চোর সন্দেহে তবরেজ আনসারি নামে এক যুবককে মারধর করে জনতা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরে সেখানে তার মৃত্যু হয়। তবরেজের এক আত্মীয় অভিযোগ করেন, মারধরের সময় তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে জনতা। এ নিয়ে এজাজ ওই ০৭ গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে একের পর এক প্ররোচনামূলক টিকটক ভিডিও পোস্ট করেন বলে অভিযোগ। মুম্বই পুলিশের সাইবার সেল অভিযোগের তদন্ত করছে।