নয়াদিল্লি: চোখে-মুখে বেঁচে ফেরার আনন্দ। দেশে ফেরার বিমানে উঠেই ওঁদের মুখে শোনা গেল ‘ভারত মাতা কি জয়’। তালিবানের দখলে থাকা আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৮৭ জন ভারতীয়। একই বিমানে কাবুল থেকে দিল্লি পৌঁছেছেন নেপালের ২ জন নাগরিকও। কাবুল বিমানবন্দরের টারম্যাকে বহু লোকের ভিড়। ফলে সেখানে বড় বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। ভারত সরকার সিদ্ধান্ত নেয়, ছোট বিমানে কাবুল থেকে ভারতীয়দের তাজিকিস্তানের দুসানবে-তে আনা হবে। সেখান থেকে তাঁদের ফেরানো হবে দেশে।


আফগানিস্তান তালিবানের কব্জায় চলে আসার পর সেখানে পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। এই অবস্থায় ভারত সে দেশে আটক ভারতীয়দের ফিরিয়ে আনার অভিযান আরও দ্রুত করেছে। এই অভিযানের অঙ্গ হিসেবেই আফগানিস্তানে আটক ৮৭ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হল। তাঁদের এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লিতে নিয়ে আসা হয়।


এর আগে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ট্যুইট করে বলেছিলেন যে, আফগানিস্তানে আটক ভারতীয়দের দেশে ফেরানোর কাজ অব্যাহত রয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমান তাজিকিস্তান থেকে ৮৭ ভারতীয়কে নিয়ে  নয়াদিল্লি পৌঁছচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন নেপালের দুই নাগরিকও।


বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন যে, তাজিকিস্তানের দুসানবেতে আমাদের দূতাবাসের কাছ থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রচুর সাহায্য পাওয়া যাচ্ছে। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে আরও বেশি বিমান কাজে লাগানো হচ্ছে।


আফগানিস্তান থেকে দেশে ফেরার বিমানে উঠেই ভারতীয়রা সোল্লাসে ভারত মাতা কি জয় ধ্বনি তোলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যুইট করে লিখেছেন, উল্লসিত লোকজন বাড়ির পথে রওনা দিলেন।


উল্লেখ্য, এর আগে সূত্র উল্লেখ করে জানানো হয়েছিল যে, তালিবান প্রায় ১৫০ ভারতীয়কে নিজেদের কব্জায় নিয়েছিল। কব্জায় নেওয়ার পর সমস্ত ভারতীয়কেই অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এরফলে আশঙ্কা করা হচ্ছিল যে, তালিবান ওই ভারতীয়দের অপহরণ করেছে।


এই ঘটনা সামনে আসার পর তালিবান সাংবাদিক বৈঠকে সাফাই দিয়ে বলেছিল যে, ভারতীয়দের দ্বিতীয় গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে নিয়ে আসা হয়েছিল। তারা দাবি করেছিল, কোনও ভারতীয়কেই অপহরণ করা হয়নি।