নদীতে ডুবে যাওয়ার পাঁচ দিন পর ২০ কেজি চুম্বকের টানে উঠে এল পাঁচ দেহ সহ গাড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Sep 2018 08:13 PM (IST)
NEXT
PREV
ডিখোউমুখ (অসম): পাঁচ যাত্রী সহ পাঁচদিন আগে অসমের শিবসাগর জেলায় নদীতে ডুবে যাওয়া একটি গাড়ির হদিশ পেলেন উদ্ধারকারীরা। ২০ কেজি চুম্বকের সাহায্যে গাড়িটির হদিশ মেলে বলে আধিকারিকরা জানিয়েছেন। গাড়িটির ভেতরেই একই পরিবারের পাঁচ সদস্য পচাগলা দেহও উদ্ধার পাওয়া গিয়েছে। দিনচিয়াল গ্রামে দুর্ঘটনাস্থলের ৩০০ মিটার দূরে গাড়িটির হদিশ পাওয়া যায়।
গত শনিবার বাঁধ ভেঙে ডিখোউ নদীতে পড়ে ডুবে গিয়েছিল গাড়িটি। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর ডুবুরিরা, এনডিআরএফ এবং সেনা ও নৌসেনাও গত কয়েকদিন ধরেই তল্লাশি চালাচ্ছিল। এই কাজে পার্শ্ববর্তী জেলা ডিব্রুগড় থেকে ওই ২০ কেজি চুম্বকটি নিয়ে আসা হয়েছিল। চুম্বকটি গাড়ির বাম্পারে আটকে যায়। এসডিআরএফের ডুবুরি এর কাছেই গাড়ির চাকা দেখতে পান। এসডিআরএফের তল্লাশি দলের নেতা জিতেন ডোলে এ কথা জানিয়েছেন। তিনি দড়ি বেঁধে উদ্ধারকারী দলের সদস্যদের জানান যে, গাড়িটি পাওয়া গিয়েছে।
নদী থেকে গাড়িটি পাড়ে তুলে আনতে প্রায় দু ঘন্টা সময় লাগে। গাড়িটির মধ্যেই পাঁচজনের দেহ পাওয়া যায়। মৃতরা একই পরিবারের সদস্য। তাঁদের শিবসাগর থেকে গুয়াহাটি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।
ডিখোউমুখ (অসম): পাঁচ যাত্রী সহ পাঁচদিন আগে অসমের শিবসাগর জেলায় নদীতে ডুবে যাওয়া একটি গাড়ির হদিশ পেলেন উদ্ধারকারীরা। ২০ কেজি চুম্বকের সাহায্যে গাড়িটির হদিশ মেলে বলে আধিকারিকরা জানিয়েছেন। গাড়িটির ভেতরেই একই পরিবারের পাঁচ সদস্য পচাগলা দেহও উদ্ধার পাওয়া গিয়েছে। দিনচিয়াল গ্রামে দুর্ঘটনাস্থলের ৩০০ মিটার দূরে গাড়িটির হদিশ পাওয়া যায়।
গত শনিবার বাঁধ ভেঙে ডিখোউ নদীতে পড়ে ডুবে গিয়েছিল গাড়িটি। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর ডুবুরিরা, এনডিআরএফ এবং সেনা ও নৌসেনাও গত কয়েকদিন ধরেই তল্লাশি চালাচ্ছিল। এই কাজে পার্শ্ববর্তী জেলা ডিব্রুগড় থেকে ওই ২০ কেজি চুম্বকটি নিয়ে আসা হয়েছিল। চুম্বকটি গাড়ির বাম্পারে আটকে যায়। এসডিআরএফের ডুবুরি এর কাছেই গাড়ির চাকা দেখতে পান। এসডিআরএফের তল্লাশি দলের নেতা জিতেন ডোলে এ কথা জানিয়েছেন। তিনি দড়ি বেঁধে উদ্ধারকারী দলের সদস্যদের জানান যে, গাড়িটি পাওয়া গিয়েছে।
নদী থেকে গাড়িটি পাড়ে তুলে আনতে প্রায় দু ঘন্টা সময় লাগে। গাড়িটির মধ্যেই পাঁচজনের দেহ পাওয়া যায়। মৃতরা একই পরিবারের সদস্য। তাঁদের শিবসাগর থেকে গুয়াহাটি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -