নয়াদিল্লি: কৈলাস মানস সরোবর যাত্রায় রাহুল গাঁধী। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি। সঙ্গে বার্তাও।
নিজের টুইটার হ্যান্ডলে কংগ্রেস সভাপতি লেখেন, মানস সরোবরের জল এত স্থির, এত শান্ত এবং এত কোমল। এই জল সব দেয়, অথচ কিছুই হারায় না। যে কেউ এই জল খেতে পারেন। এখানে কোনও ঘৃনা নেই। তাই ভারতে এই জলকে সকলে পুজো করে।
https://twitter.com/RahulGandhi/status/1037200078673522699
আরেকটি টুইটে তিনি লেখেন, যখন ডাক আসে তখনই কেউ কৈলাসে যেতে পারেন। আমি এই সুযোগ পাওয়ায় খুশি। এই সুন্দর যাত্রায় যা দেখব, আপনাদের সঙ্গে তা ভাগ করে নেব। টুইটারে ২টো ছবিও পোস্ট করেন তিনি।
https://twitter.com/RahulGandhi/status/1037185035881902080
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে কর্নাটকে ভোটপ্রচারে যাওয়ার সময়ে তাঁর বিমান মাঝআকাশে কয়েক’শ ফুট আচমকা নীচে নেমে এসেছিল। এরপরই, কৈলাস-যাত্রার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রাহুল। গত ৩১ অগাস্ট তিনি নেপালে পৌঁছন। তারপর সেখান থেকে কৈলাসের উদ্দেশে রওনা দেন।
https://twitter.com/RahulGandhi/status/1035477342704074752