নয়াদিল্লি: উত্তরপ্রদেশের পর এবার দিল্লি সরকারও রাজ্যের ২০টি জায়গাকে করোনা ভাইরাসের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ওই ২০টি জায়গা সিল করে দেওয়া হচ্ছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কেউ বাড়ির বাইরে গেলে তাঁকে মাস্ক পরতেই হবে। তবে এন-৯৫ মাস্ক পরতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। কাপড়ের মাস্ক পরলেও হবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া জানিয়েছেন, ‘সদর অঞ্চলে কয়েকজন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এরপরেই ওই অঞ্চল সিল করে দেওয়া হয়েছে। দিল্লিতে মোট ২০টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। ওই অঞ্চলগুলি থেকে কাউকে বাইরে যেতে দেওয়া হবে না, তেমনই কাউকে সেখানে যেতেও দেওয়া হবে না। কাউকে যদি মাস্ক না পরে বাড়ির বাইরে ঘুরতে দেখা যায়, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ কতদিন এই ২০টি ‘হটস্পট’ সিল করে রাখা হবে, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি দিল্লির উপমুখ্যমন্ত্রী। কোন ২০টি জায়গাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে, সেটিও জানাননি তিনি।

সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যার হিসেবে তৃতীয় স্থানে দিল্লি। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৫৭৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১ জন এবং দু’জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে এই নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৬ জনকে।