নয়াদিল্লি: উত্তরপ্রদেশের পর উত্তরাখন্ড, মধ্যপ্রদেশেও লোকসভা ভোটে একসঙ্গে লড়তে আসনরফা করে নিল মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বসপা) ও অখিলেশ সিংহ যাদবের সমাজবাদী পার্টি (সপা)। ঠিক হয়েছে, মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসনের মধ্যে সপা লড়বে ৩টিতে, বাকিগুলিতে প্রার্থী দেবে মায়াবতীর দল। উত্তরাখন্ডে লোকসভা আসন ৫টি। সপা লড়বে একটিতে, গারোয়ালে। বসপা ৩টিতে। বালাঘাট, ঠিকরি, খাজুরাহোয়। মায়াবতী, অখিলেশ সোমবার যৌথ বিবৃতি দিয়ে এই সমঝোতার কথা ঘোষণা করেন। দুজনের স্বাক্ষরিত বিবৃতিতে বসপা বেশি আসনে লড়বে বলে জানানো হয়েছে।
হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা কেন্দ্রে আসনরফা পাকা করে ফেলার এক সপ্তাহ বাদে এই অন্য দুটি রাজ্য সমঝোতা করল দুদল। উত্তরপ্রদেশে বসপা, সপা যথাক্রমে ৩৮ ও ৩৭টি আসনে লড়বে। ৩টি আসনে লড়বে শরিক রাষ্ট্রীয় লোকদল। কংগ্রেসের দখলে থাকা অমেঠি, রায়বরেলি তাদের জন্য ছেড়ে রেখে একতরফা আসনরফা করে নিয়েছেন মায়াবতী, অখিলেশ।