নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ’১০ দিন আগে ভারত সাহসী ছেলেদের হারিয়েছে। এই সাহসীরা ১২৫ কোটি ভারতীয়র জন্য জীবন বলিদান দিয়েছেন। যাঁরা আমাদের দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের আমি কুর্ণিশ করছি। তাঁদের আত্মবলিদান সন্ত্রাসবাদ নির্মূল করার ক্ষেত্রে আমাদের সঙ্কল্প সুদৃঢ় করবে। জাত, সম্প্রদায়, ধর্ম ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। দেশের সম্মান রক্ষা করতে গিয়ে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাই। তাঁরা আমাদের অনুপ্রেরণা।’

পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘যে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিতে চলেছে তাঁদের, বাবা-মাকে এবং শিক্ষকদের শুভেচ্ছা জানাই।’

লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী মোদি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নির্বাচন গণতন্ত্রের বৃহত্তম উৎসব। আগামী দু’মাস আমরা সাধারণ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকব। আমি নিজেও প্রার্থী হব। স্বাস্থ্যকর গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে, মন কি বাত-এর পরবর্তী পর্ব প্রচারিত হবে মে মাসের শেষ রবিবার।’