কলকাতা: ফের বাড়ল জ্বালানির দাম। গতকালের তুলনায় ২৬ পয়সা বেড়ে আজ কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম হয়েছে ৮৪ টাকা ৬৩ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। গতকালের তুলনায় ২৫ পয়সা বেড়ে আজ কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম হয়েছে ৭৬ টাকা ৮৯ পয়সা। গত ১৫ দিনে ২ টাকা ৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। গত ১৫ দিনে ডিজেলের দাম বেড়েছে ২ টাকা ৯০ পয়সা। জ্বালানির দামবৃদ্ধিতে ফের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা।

অন্যদিকে, ডিসেম্বরের শুরুতেই বাড়ল মধ্যবিত্তর যন্ত্রণা। এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় গ্যাসের দাম হল ৬৭০ টাকা ৫০ পয়সা। গত জুলাইতে ৪ টাকা ৫০ পয়সা বেড়েছিল গ্যাসের দাম। গত জুন মাসে ৩২ টাকা বেড়েছিল গ্যাসের দাম। গত ফেব্রুয়ারিতে ১৪৯ টাকা দাম বেড়েছিল গ্যাসের। সেটাই এবছরের সর্বোচ্চ দামবৃদ্ধি।

কিছুদিন আগে জানা যায়, দেশ যখন চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলছে, সেই পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের ওপর আবগারী শুল্ক চাপাতে চলেছে কেন্দ্র। সূত্র অনুযায়ী, লিটারে ৩ থেকে ৬ টাকা পর্যন্ত আবগারী শুল্ক চাপতে পারে। কোভিড-১৯ তহবিলে অর্থ জোগান দিতে পেট্রোল-ডিজেলের ওপর আবগারী শুল্ক অনেকটাই বাড়াতে পারে কেন্দ্র বলে বিভিন্ন সংবামাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সাংসদ বলেন, ‘এবার জনতাকে লুঠ করা ছাড়ুন।’

সোশ্যাল মিডিয়ায় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে উদ্ধৃত করে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রীর উচিত জনতাকে লুঠ করা ছেড়ে দেওয়া এবং নিজের পুঁজিবাদী বন্ধুদের টাকা দেওয়া বন্ধ করা।’ মোদিকে কটাক্ষ করে রাহুল যোগ করেন, ‘আপনার উচিত আত্মনির্ভরশীল হওয়া।’

আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমা সত্ত্বেও দেশে পেট্রোল-ডিজেলের দাম না কমায় কেন্দ্রের বিজেপি সরকারকে দীর্ঘদিন ধরেই তুলোধনা করে আসছে কংগ্রেস ও রাহুল গাঁধী। বিরোধীদের মতে, বিশ্বে জ্বালানির দাম কমলেও, সেই সুবিধা থেকে ভারতের নাগরিকরা বঞ্চিত। জ্বালানির দাম কমিয়ে দেশবাসীকে নিস্তার দিতে ব্যর্থ মোদি সরকার।

বিহারে বিধানসভা ভোট মেটার পর থেকেই ফের বাড়ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। বিরোধী দলগুলি এই নিয়ে লাগাতার সরকারকে আক্রমণ করে চলেছে। কিন্তু তা সত্ত্বেও অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না। যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।