Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে গিয়ে রাস্তায় আক্রান্ত বিজেপি কর্মীদের হাতে, দাবি স্বামী অগ্নিবেশের
Web Desk, ABP Ananda
Updated at:
17 Aug 2018 03:45 PM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: বিজেপি সদর দপ্তরে প্রয়াত অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে গিয়ে রাস্তায় হেনস্থা, নিগ্রহের অভিযোগ তুললেন স্বামী অগ্নিবেশ। প্রবীণ সমাজকর্মীর দাবি, নিগ্রহকারীরা বিজেপির লোক। ঘটনার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে শোনা যাচ্ছে। তাতে নাকি রয়েছে, একদল লোক ৭৯ বছরের অগ্নিবেশকে ঘিরে ধরে হেনস্থা করছে।
গত মাসে ঝাড়খন্ডের পাকুড়ে তাঁকে মারধর করার দায়ে নাম জড়ায় বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার।
এদিনের ঘটনার পর অগ্নিবেশ বলেন, বিজেপি কার্য্যালয়ে অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলাম। প্রায় ২০-৩০ জন ছুটে এসে আমায় ঘিরে ধরে ধাক্কাধাক্কি করে। আমার পাগড়ি খুলে পড়ে যায়। ওরা আমায় বিশ্বাসঘাতক বলে। ধাক্কা মারতে মারতে ওরা আমায় বিষ্ণু দিগম্বর মোড়ের দিকে নিয়ে যায়। সঙ্গে চলে গালিগালাজ। কয়েকজন পুলিশকর্মী সেখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু ওদের সামনে লোকগুলি আমায় হেনস্থা করে যায়। চটি হাতে কয়েকজন মহিলাও ছিল ওদের দলে।
বিজেপি দপ্তরে যাবেন, আগেভাগে সেটা তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হর্ষবর্ধনকে জানিয়ে রেখেছিলেন বলে দাবি করেন তিনি। অগ্নিবেশ বলেন, পুলিশ এখনও আমার কাছে কিছু জানতে চায়নি। আমি অভিযোগ দায়ের করব। আগেও আক্রান্ত হয়েছি, যদিও সে ব্যাপারে কোনও গ্রেফতারি হয়নি। একটা অসহিষ্ণুতা, হিংসার বাতাবরণ রয়েছে।
নয়াদিল্লি: বিজেপি সদর দপ্তরে প্রয়াত অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে গিয়ে রাস্তায় হেনস্থা, নিগ্রহের অভিযোগ তুললেন স্বামী অগ্নিবেশ। প্রবীণ সমাজকর্মীর দাবি, নিগ্রহকারীরা বিজেপির লোক। ঘটনার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে শোনা যাচ্ছে। তাতে নাকি রয়েছে, একদল লোক ৭৯ বছরের অগ্নিবেশকে ঘিরে ধরে হেনস্থা করছে।
গত মাসে ঝাড়খন্ডের পাকুড়ে তাঁকে মারধর করার দায়ে নাম জড়ায় বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার।
এদিনের ঘটনার পর অগ্নিবেশ বলেন, বিজেপি কার্য্যালয়ে অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলাম। প্রায় ২০-৩০ জন ছুটে এসে আমায় ঘিরে ধরে ধাক্কাধাক্কি করে। আমার পাগড়ি খুলে পড়ে যায়। ওরা আমায় বিশ্বাসঘাতক বলে। ধাক্কা মারতে মারতে ওরা আমায় বিষ্ণু দিগম্বর মোড়ের দিকে নিয়ে যায়। সঙ্গে চলে গালিগালাজ। কয়েকজন পুলিশকর্মী সেখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু ওদের সামনে লোকগুলি আমায় হেনস্থা করে যায়। চটি হাতে কয়েকজন মহিলাও ছিল ওদের দলে।
বিজেপি দপ্তরে যাবেন, আগেভাগে সেটা তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হর্ষবর্ধনকে জানিয়ে রেখেছিলেন বলে দাবি করেন তিনি। অগ্নিবেশ বলেন, পুলিশ এখনও আমার কাছে কিছু জানতে চায়নি। আমি অভিযোগ দায়ের করব। আগেও আক্রান্ত হয়েছি, যদিও সে ব্যাপারে কোনও গ্রেফতারি হয়নি। একটা অসহিষ্ণুতা, হিংসার বাতাবরণ রয়েছে।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -