নয়াদিল্লি: আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য। তাঁর  বাসভবন ৬ এ কৃষ্ণ মেনন মার্গ থেকে  শুরু হয়েছে শেষ যাত্রা। বিকেল ৪টেয় হবে শেষকৃত্য।

গতকাল বিকেল পাঁচটা পাঁচ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতিম এই রাষ্ট্রনেতা। তাঁর দেহ রাখা হয় কৃষ্ণ মেনন মার্গের বাসভবনে। আজ সকালে তা নিয়ে যাওয়া হয় দীনদয়াল উপাধ্যায় মার্গে, বিজেপি সদর দফতরে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েক ঘণ্টা সেখানেই হয় তাঁর অন্তিম দর্শন। তারপর শুরু হয় তাঁর শেষ যাত্রা। দিল্লির বেশ কয়েকটি রাজপথ ঘুরে রাজঘাটের পাশে রাষ্ট্রীয় স্মৃতি স্থলে নিয়ে যাওয়া হবে দেহ। বিকেল ৪টেয় হবে শেষকৃত্য।

আজ সকাল ৭টা ৪০ মিনিটে অটলবিহারী বাজপেয়ীর বাসভবনে পৌঁছন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন লেখক-কবি জাভেদ আখতার ও অভিনেত্রী শাবানা আজমি। এছাড়া উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ। ঘন ঘন ওঠে স্লোগান, অটলজি অমর রহে।

সকাল ৬.১৫- প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ তাঁর বাসভবন থেকে বিজেপি সদর দফতরে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে সেনার বিশেষ গাড়ি। ফুলে ফুলে ঢেকে দেওয়া হয়েছে গাড়িটিকে। পাশাপাশি তৈরি রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা।



গতকাল রাত ৮টা নাগাদ বাজপেয়ীর নশ্বর দেহ এইমস থেকে তাঁর বাসভবনে আসে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান সহ বহু রাজনীতিক তাঁকে শ্রদ্ধা জানান।