তিরুচিরাপল্লি: কপালজোরে প্রাণে বাঁচলেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর দুবাইগামী বিমানর যাত্রীরা। তিরুচিরাপল্লি থেকে ওড়ার সময় বিমানটি বিমানবন্দরের একটি দেওয়ালে ধাক্কা মারে। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে। সেই সময় বিমানে ১৩৬ জন যাত্রী ছিলেন।


ওই ঘটনার পর বিমানটি দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু, ত্রিচি বিমানবন্দরের তরফে পাইলটকে ধাক্কা মারার কথা জানানো হয়। সঙ্গে সঙ্গে পাইলট বিমানটি ঘুরিয়ে ভোর সাড়ে পাঁচটা নাগাদ মুম্বই বিমানবন্দরে অবতরণ করান। ততক্ষণে, আকাশে চার ঘণ্টা পার করে ফেলেছে বিমানটি।


পরে বিমানবন্দরের তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়, রাত দেড়টার সময় ত্রিচি থেকে দুবাইযের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর ফ্লাইট আইএক্স-৬১১। ঘটনার কথা পাইলটকে জানানো হয়। পাইলট জানান, বিমানের প্রত্যক যন্ত্র ঠিকমতো কাজ করছে। কিন্তু, তা সত্ত্বেও, সতর্কতা হিসেবে বিমানটিকে মুম্বইয়ে অবতরণ করে পরীক্ষা করা হয়।


একইসঙ্গে কোচি থেকে অন্য একটি বিমান মুম্বইয়ে পাঠানো হয়, যাত্রীদের দুবাইয়ে উদ্দেশে নিয়ে যাওয়ার জন্য। কোনও যাত্রী আহত হননি। বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে বিমানের পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন ডি গণেশবাবু এবং ফার্স্ট অফিসার ক্যাপ্টেন অনুরাগকে ডিরোস্টার্ড করা হয়েছে। ঘটনার কথা জানানো হয়েছে ডিজিসিএ।