নয়াদিল্লি: বিমানে প্রত্যেকটি  ঘোষণার পর  ‘উদ্দীপনার সঙ্গে’ এয়ার ইন্ডিয়ার কর্মীদের  ‘জয় হিন্দ’ বলতে হবে। রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থার অফিসিয়াল অ্যাডভাইসারিতে এ কথা বলা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অপারেশন অমিতাভ সিংহর জারি করা অ্যাডভাইসরিতে বলা হয়েছে, ‘অবিলম্বে সমস্ত কর্মীদের প্রতিটি ঘোষণার পরই পর্যাপ্ত উদ্দীপনার সঙ্গে জয় হিন্দ বলতে হবে’।

২০১৬-র মে মাসে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে প্রথম দফার মেয়াদের সময় অশ্বিনী লোহানি পাইলটদের জন্য একই ধরনের নির্দেশ দিয়েছিলেন।

আধিকারিক সূত্রে বলা হয়েছে,  দেশের মনোভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের বর্তমান অ্যাডভাইসারির মাধ্যমে ‘স্মরণ করিয়ে’ দেওয়া হয়েছে।

২০১৬-র মে মাসে তাঁর কর্মীদের প্রতি বার্তায় লোহানি বলেছিলেন যে, বিমানের ক্যাপ্টেনকে যাত্রাপথে মাঝেমধ্যেই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে হয়, প্রথম ঘোষণার পর ‘জয় হিন্দ’ শব্দের ব্যবহার দারুণ প্রভাব ফেলতে পারে।

এর পাশাপাশি লোহানি তাঁর বার্তায় কর্মীদের যাত্রীদের কাছে ‘সৌজন্যপরায়ণ ও বিনম্র’ হওয়ার এবং হাসি মুখে থাকার পরামর্শ  দিয়েছিলেন।