নয়াদিল্লি: পুলওয়ামা সন্ত্রাস, পাল্টা ভারতের বায়ুসেনার পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে অভিযান ঘিরে প্রবল উত্তেজনার মধ্যেই সীমান্তে বিকানের সেক্টরে পড়শি দেশের একটি সামরিক ড্রোন গুলি করে ফেলে দিল ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান। এয়ার টু এয়ার মিসাইল অর্থাত্ বায়ু থেকে বায়ুতে উত্ক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়েই পাকিস্তানি ড্রোনে আঘাত করা হয় বলে জানিয়েছে সরকারি সূত্র। তারা জানিয়েছে, সকাল সাড়ে ১১টা নাগাজ বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান থেকে আক্রমণ চালিয়ে গুলি করে নামানো হয় পাক ড্রোনটিকে। ভূমিতে থাকা রাডার স্টেশনে ড্রোনটিকে চিহ্নিত করার কয়েক মিনিট বাদেই তাকে আঘাত করা হয়।
দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টেনশনের আবহে গত ২৭ ফেব্রুয়ারি গুজরাতের কচ্ছে ভারত-পাক সীমান্তে একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে ফেলে দেওয়া হয়েছিল। তারপর গত ৬ দিনে আজ নিয়ে দুবার পাকিস্তান ভারতে গুপ্তচর বিমান ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করল পাকিস্তান। কিন্তু প্রথমদিনের মতো আজও ব্যর্থ হয় তাদের প্রয়াস।