কোঝিকোড়: ভয়াবহ বিমান দুর্ঘটনা কেরলের কোঝিকোড়ে। শুক্রবার সন্ধেয় কোঝিকোড়ে করিপুর বিমানবন্দরে অবতরণ করার সময় ভিজে রানওয়েতে চাকা পিছলে গেলে উল্টে যায় দুবাই থেকে আসা বিমানটি।


টেবিলটপ বিমানবন্দরের রানওয়ে টপকে বিমানটি গিয়ে খাদে পড়ে যায়। এতটাই ভয়াবহতার সঙ্গে তা আছড়ে পড়ে যে বিমানটি দু'টুকরো হয়ে যায়। বিমানে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পাইলট দীপক বসন্ত সাঠ, সহকারী পাইলটের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন বহু যাত্রী।


তবে কোনওক্রমে বেঁচে যান শতাধিক জন যাত্রী। আহত বহু। তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে ১০ সদ্যোজাতও রয়েছে।





জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট "আইএক্স১৩৪৪" সন্ধে ৭টা ৪১ মিনিটে অবতরণ করে। কিন্তু, নির্ধারিত জায়গায় না থেমে তা রানওয়ের শেষ প্রান্তে চলে যায়।

সূত্রের খবর, বিমানটি যখন অবতরণ করছিল, সেই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। যে কারণে বিমান অবতরণে সমস্যা হয় ও বিমানটি রানওয়ে থেকে পিছলে যায় বলে অনুমান।


কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অবিলম্বে উদ্ধারকার্যের নির্দেশ দেন। তিনি কোঝিকোড়ের উদ্দেশে রওনা দিয়েছেন বলে খবর।






জানা গিয়েছে, এখনও বিমানের মধ্যে অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা। তাঁদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।


এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি জারি করে বলা হয়, বিমানে ১৭৪ যাত্রী, ১০ শিশু, ২ পাইলট ও ৫ কেবিন-ক্রু ছিলেন।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুঃখপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।










শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যেহেতু, বিমানটি দুবাই থেকে এসেছে, তাই এই বিষয়ে খোঁজখবর রাখছে বিদেশমন্ত্রকও।






আরব আমিরশাহিতে ভারতীয় দূতাবাসের তরফেও এই ঘটনার শোকপ্রকাশ করে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।








দুর্ঘটনা নিয়ে পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার শোকপ্রকাশ করার পাশাপাশি, সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।


















আরও আপডেটেড খবরের জন্য এই পেজটি রিফ্রেশ করুন...