নয়াদিল্লি: সুইৎজারল্যান্ডের জুরিখে যান্ত্রিক ত্রুটির ফলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমান তিন ঘণ্টা আটকে থাকার ঘটনার তদন্তের নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া। গতকাল ওই বিমানে জুরিখ থেকে স্লোভেনিয়া যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। তিনি নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছে যান। কিন্তু বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তিনি হোটেলে ফিরে যান। পরে অবশ্য ওই বিমানেই স্লোভেনিয়া উড়ে যান রাষ্ট্রপতি।


আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড ও স্লোভেনিয়া সফরে গিয়েছেন রাষ্ট্রপতি। এই সফরেই গতকাল বিপত্তি ঘটে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, জুরিখে রাষ্ট্রপতির বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় লন্ডনে একটি বোয়িং ৭৭৭ বিমানকে তৈরি রাখা হয়। তবে সেই বিমানটিকে জুরিখে পাঠানোর প্রয়োজন হয়নি। কী কারণে যান্ত্রিক ত্রুটি হল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।