এর আগেও কর্ণাটকে এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। এ বছরের জানুয়ারিতেই একটি বাড়িতে ঢুকে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা কুকুরকে মুখে নিয়ে পালিয়ে যায় চিতাবাঘ। ফের একই ঘটনা দেখা গেল। দেখুন ভিডিও, কর্ণাটকে একটি বাড়িতে ঢুকে পোষা কুকুরকে মুখে নিয়ে পালাল চিতাবাঘ
Web Desk, ABP Ananda | 16 Sep 2019 04:49 PM (IST)
শনিবার কর্ণাটকের শিবামোগ্গা জেলার তির্থাল্লী অঞ্চলে এই ঘটনা ঘটে।
বেঙ্গালুরু: কয়েকদিন আগেই গুজরাতে একটি ঘনবসতিপূর্ণ অঞ্চলে সিংহ ঘুরে দেখাতে গিয়েছিল। এবার কর্ণাটকে একটি বাড়িতে ঢুকে পোষা কুকুর নিয়ে পালিয়ে গেল চিতাবাঘ। ক্লোজ সার্কিট ক্যামেরায় এই ঘটনা ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। শনিবার কর্ণাটকের শিবামোগ্গা জেলার তির্থাল্লী অঞ্চলে এই ঘটনা ঘটে। বাড়িটির বাইরের দেওয়াল টপকে ভিতরে ঢোকে চিতাবাঘটি। এরপর দেখা যায় চিতাবাঘটি বাড়ির ভিতরে ঘুরে বেড়াচ্ছে। শেষে পোষা কুকুরটিকে মুখে নিয়ে পালিয়ে যায় চিতাবাঘটি।