মলদ্বীপের বিমানবন্দরে নির্মীয়মান রানওয়েতে নেমে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, যাত্রীরা নিরাপদে
Web Desk, ABP Ananda | 07 Sep 2018 10:48 PM (IST)
তিরুঅনন্তপুরম: বড় দুর্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান। মলদ্বীপের রাজধানী মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে গিয়ে ভুল রানওয়েতে চলে যায় বিমানটি। সেই নির্মীয়মান রানওয়েতে নামার ফলে বিমানটির দু’টি চাকা খুলে যায়। বিমানটিতে শতাধিক যাত্রী ছিলেন। তবে কোনও বিপত্তি হয়নি। যাত্রীরা সবাই নিরাপদে। এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, ‘আজ বিকেল ৩.৩৭ মিনিটে এআই ২৬৩ নম্বর উড়ান মালেতে নির্মীয়মান রানওয়েতে নেমে পড়ে। বিমানটি তিরুঅনন্তপুরম থেকে মালের উদ্দেশে যাচ্ছিল। তবে কোনও বিপদ হয়নি। বিমানটিকে পার্কিং বে-তে নিয়ে যাওয়া হয়েছে।’ গত মাসে রিয়াধ বিমানবন্দরে নামতে গিয়ে ভুল করে রানওয়ের বদলে ট্যাক্সিওয়েতে নেমে পড়ে জেট এয়ারওয়েজের একটি বিমান। ফলে বিমানটির চাকা ছিটকে যায়। তবে দুর্ঘটনা ঘটেনি।