আকবরের বক্তব্য হতাশাজনক, মানহানি মামলার মোকাবিলায় তৈরি, বলছেন প্রিয়া রমনী
Web Desk, ABP Ananda | 15 Oct 2018 08:05 PM (IST)
নয়াদিল্লি: বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর মানহানির মামলা দায়ের করলেও, তাতে পিছু হঠছেন না সাংবাদিক প্রিয়া রমনী। তিনি জানিয়েছেন, ‘আমি কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে অত্যন্ত হতাশ হয়েছি। যৌন নির্যাতনের শিকার হওয়া মহিলাদের মানসিক আঘাত ও আশঙ্কার প্রতি গুরুত্বই দেননি আকবর। তিনি বেশ কয়েকজন মহিলার অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত বলেছেন। আমার বিরুদ্ধে মানহানির মামলা করে আকবর তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।তাঁর বিরুদ্ধে বহু মহিলার অভিযোগ নিয়ে কথা বলার বদলে তিনি হুমকি ও হেনস্থার মাধ্যমে সবার মুখ বন্ধ করতে চাইছেন। বলার প্রয়োজন নেই, আমি মানহানির মামলার মোকাবিলা করতে তৈরি। সত্যই আমার ঢাল।’ গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আকবর। আজ তিনি দিল্লির একটি আদালতে প্রিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা তোপ দাগলেন প্রিয়া। তাঁর আশঙ্কা, যে মহিলারা আকবরের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাঁদের পেশাগত ক্ষেত্রে সমস্যা হতে পারে, এমনকী প্রাণসংশয়ও হতে পারে।