মুম্বই: যাঁরা পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হানার প্রমাণ চাইছেন তাঁদের বিরুদ্ধে ক্ষোভ গোপন করলেন না অক্ষয় কুমার। তাঁর বক্তব্য, এ ধরনের আচরণ না করে আমাদের এখন উচিত সেনার মনোবল বাড়ানো।

অক্ষয় বহুদিন ধরে সেনা ও আধাসামরিক বাহিনীর জওয়ানদের জন্য কাজ করছেন, সংঘর্ষে প্রাণ হারানো জওয়ানদের পরিবারকে সাহায্যার্থে ভারত সরকারের সঙ্গে তিনি খুলেছেন ভারত কে বীর অ্যাপ। এখানে দেশবাসী মৃত জওয়ানদের পরিবারবর্গকে অর্থ সাহায্য করতে পারেন। বালাকোট হানার পর যেভাবে দেশের মধ্যেই একাধিকবার হানার প্রমাণ চাওয়া হয়েছে তাতে তিনি ক্ষুব্ধ। অক্ষয় বলেছেন, যাঁরা বিমান হানার প্রমাণ চাইছেন, তাঁদের এটা করা উচিত নয়। সেনাকর্মীরা আমাদের নিরাপত্তার জন্য সীমান্তে জাগ্রত থাকেন, আমাদের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দেন তাঁরা। তাঁদের পরাক্রম নিয়ে কারও কোনও প্রশ্ন করা উচিত নয়। বিমান হানার প্রমাণ চাওয়া ঠিক নয়, জওয়ানরা পরিবার ছেড়ে যান যাতে আমরা শান্তিতে থাকতে পারি, তাঁদের কাছে কীভাবে প্রমাণ চাইছি আমরা? প্রশ্ন অক্ষয়ের।




১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের বাসে আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান প্রাণ হারান। এর প্রতিশোধ নিয়ে ২৬ তারিখ পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বিমান হানা চালায় ভারত। কিন্তু বহু রাজনীতিক এই বিমান হানার প্রমাণ দাবি করেছেন।