মুম্বই: আর্থিক দুর্দশায় ভুগছেন অভিনেত্রী নুপূর অলঙ্কার। লকডাউনে বন্ধ কাজ, রোজগারও। এদিকে অসুস্থ তাঁর মা। দরকার হাসপাতালে ভর্তি করার। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসার জন্য আবেদন করেছিলেন অভিনেত্রী রেণুকা সাহানি। সেই আর্জিতে সাড়া দিয়েছেন অক্ষয় কুমার।
সম্প্রতি রেণুকা এক পোস্টে জানান, অভিনেত্রী নুপূরের সব টাকা কোনও কারণে আটকে গেছে ব্যাঙ্কে। অসুস্থ তাঁর মা।
এই খবর পোস্ট করার পরই ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষের তরফে সাহায্য আসতে শুরু করে। কিন্তু দুর্দশাগ্রস্ত অভিনেত্রীর সমস্যা সমাধানে হাত বাড়িয়ে দেন অক্ষয় কুমার। রেণুকা তাই আবার জানান, সকলকে ধন্যবাদ, কিন্তু আর কারও সাহায্যের প্রয়োজন নেই। রেণুকা লেখেন, 'আমাদের ইন্ডাস্ট্রিরই এক দেবদূত এগিয়ে এসেছেন। তিনি নুপূরকে প্রচুর সাহায্য করেছেন, যা তাঁর মায়ের চিকিৎসার জন্য অনেক। ইতি ইতিমধ্যেই বহু অভিনেতা, অভিনেত্রী ও কর্মীদের সাহায্য করেছেন নিঃশর্তে, কারও থেকে ধন্যবাদেরও প্রত্যাশা না রেখেই।'
রেণুকা আরও জানান, ওই অভিনেতা শুধু জানতে চান, কত টাকা লাগবে।


যখন চারিদিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানুষের পাশে না দাঁড়ানোর প্রবণতা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে, ঠিক তখনই ওই মানুষটি প্রমাণ করলেন কীভাবে পাশে থাকা যায়। একজন মানুষকে না চিনে, কোনওদিন একসঙ্গে কাজ না করেও কীভাবে তাঁকে সাহায্য করা যায়। লিখেছেন রেণুকা।





অভিনেত্রী নুপূর অলঙ্কার টেলিভিশনের পরিচিত মুখ। 'রেথ', 'প্রাণ যায়ে পর শান না যায়ে', 'ঘর কি লক্ষ্মী বেটিয়াঁ'-র মতো টিভি ধারাবাহিকে কাজ করেছেন তিনি।


আগেই নুপূর এক সাক্ষাৎকারে জানান, কোনও কারণে ব্যাঙ্কে সব টাকা আটকে পড়েছে তাঁর। বাড়িতে টাকা নেই। গয়না বিক্রি করতে হয়েছে বাধ্য হয়ে। এক সহ অভিনেতার থেকে তিন হাজার টাকা ধার নেওয়ার কথাও জানান তিনি।