নয়াদিল্লি: সোমবার পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে চিনের ৪৩ জন সেনা জওয়ান নিহত বা গুরুতর আহত হয়েছেন। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই খবর। এএনআই সূত্রে আরও জানা গিয়েছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) ওপারে চিনের সেনাবাহিনীর চপারের যাতায়াত বেড়ে যেতে দেখা গিয়েছে। আহত জওয়ানদের চিকিৎসার জন্য উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রথমে জানা গিয়েছিল, সোমবারের সংঘর্ষে ভারতের এক সেনা অফিসার ও দুই জওয়ানের মৃত্যু হয়েছে। চিনের পাঁচজন সেনার মৃত্যু হয়েছে বলে জানায় সরকারি সংবাদমাধ্যম। তবে পরে জানা যায়, ভারতীয় সেনার ২০ জনের মৃত্যু হয়েছে। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘সোমবার রাতে গালওয়ান অঞ্চলে যেখানে সংঘর্ষে জড়ায় ভারত ও চিনের সেনা, তারা সেখান থেকে সরে এসেছে। এই সংঘর্ষে গুরুতর জখম হন ১৭ জন ভারতীয় সেনা জওয়ান। প্রচণ্ড ঠান্ডা ও উচ্চতার কারণে তাঁরা প্রাণ হারিয়েছেন। মোট ২০ জনের মৃত্যু হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার বিষয়ে ভারতীয় সেনা দায়বদ্ধ।’ ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য চিনের কতজন জওয়ানের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

পূর্ব লাদাখে পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তেজনা অব্যাহত। সীমান্তে চিনের সেনাবাহিনীর কার্যকলাপে আপত্তি জানায় ভারত। দু’পক্ষই সীমান্তে জওয়ানের সংখ্যা বাড়ায়। এরই মধ্যে উত্তেজনা প্রশমন করার জন্য আলোচনা শুরু হয়। তবে সোমবার রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাতেই প্রাণ গেল ভারত ও চিনের জওয়ানদের।