ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকবাজের হামলা। চলল ৫০ রাউন্ড গুলি। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশি ক্রিকেট দল। শুক্রবার সকালে ট্যুইট করে সে কথা জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। ট্যুইটে তিনি জানান, “ভয়ানক অভিজ্ঞতা। গোটা দল নিরাপদে আছে। আমাদের জন্য প্রার্থনা করুন।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জালাল ইউনুস জানিয়েছেন, দলের বেশিরভাগ সদস্যই তখন মসজিদের সামনে ছিল এবং ভিতরে ঢোকার সময়ই ওই হামলা হয়। তিনি আরও জানান, “তাঁরা (ক্রিকেটাররা) সবাই নিরাপদে আছে। তবে এই হামলায় ক্রিকেটারদের ওপর গভীর প্রভাব পড়েছে। গোটা দলকে হোটেলে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের তরফেও জানানো হয়েছে, গোটা বাংলাদেশি ক্রিকেট দলই নিরাপদে রয়েছে। ক্রিকেটাররা নিরাপদে রয়েছে বলে ট্যুইট করে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।