নয়াদিল্লি: মুম্বইয়ে ফুট ওভারব্রিজ ভেঙে পড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘মুম্বইয়ে ফুট ওভারব্রিজ দুর্ঘটনায় প্রাণহানির আমি গভীরভাবে শোকাহত। শোকগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্তদের সবরকমভাবে সাহায্য করছে মহারাষ্ট্র সরকার।’



অন্যদিকে, এই দুর্ঘটনা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। ট্যুইট করে রেলমন্ত্রী পীযূষ গয়ালের পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন।