নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কাছে বিদেশি পড়ুয়াদের বিষয়ে কোনও তথ্য নেই বলে এক ব্যক্তি দাবি করলেও, সেই দাবি আজ উড়িয়ে দিল কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হল, বিদেশি পড়ুয়াদের বিষয়ে সব তথ্যই রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সংবাদমাধ্যমে ভুল ও অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগও করেছে জেএনইউ কর্তৃপক্ষ।

তথ্যের অধিকার আইনের ভিত্তিতে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে যে জবাব পান, তার ভিত্তিতে রাজস্থানের কোটার বাসিন্দা সুজিৎ স্বামী দাবি করেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৮২ জন বিদেশি পড়ুয়ার বিষয়ে কোনও তথ্য নেই। তবে এই দাবি উড়িয়ে দিয়ে আজ জেএনইউ কর্তৃপক্ষ জানাল, '৩০১ জন বিদেশি পড়ুয়ার বিষয়ে সব তথ্য রয়েছে। তথ্যের অধিকার আইনে যখন প্রশ্ন করা হয়, তখন উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট সময় চাওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা আলাদাভাবে তথ্য রাখে। কেন্দ্রীয় জন তথ্য দফতর থেকে তথ্য চাইলে সংশ্লিষ্ট বিভাগে সেই তথ্য পাঠানো হয়। সব প্রশ্নের উত্তর পাওয়ার আগেই আরটিআই আবেদনকারী সংবাদমাধ্যমকে বিষয়টি জানান। তিনি সম্পূর্ণ তথ্য না পেয়েই সংবাদমাধ্যমকে খবর দেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।'