ইলাহাবাদ: বারাণসী লোকসভা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর সাংসদ হওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় নরেন্দ্র মোদিকে নোটিস পাঠাল এলাহাবাদ হাইকোর্ট।
আদালতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএসএফ-এর প্রাক্তন জওয়ান তেজ বাহাদুর যাদব। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের সময়ে, বারাণসী থেকে তেজ বাহাদুরকে প্রার্থী মনোনীত করে সমাজবাদী পার্টি। কিন্তু, নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার তাঁর মনোনয়ন বাতিল করায় প্রার্থীপদ খারিজ হয়ে যায় তেজ বাহাদুরের।
কমিশনের তরফে বলা হয়, বিএসএফ থেকে তাঁকে দুর্নীতি বা অসততার জন্য বরখাস্ত করা হয়নি, এই মর্মে বাহিনীর থেকে শংসাপত্র মনোনয়নের সঙ্গে দাখিল করতে ব্যর্থ হন ওই জওয়ান। যে কারণে, তাঁর মনোনয়ন বাতিল করা হয়।
আদালতের দ্বারস্থ হয়ে তেজ বাহাদুর দাবি করেন, অন্যায়ভাবে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। আদালতে তিনি আবেদন করেন, বারাণসী থেকে মোদির সাংসদপদ খারিজ করা হোক। আদালতে ওই প্রাক্তন জওয়ান আরও দাবি করেন, মনোনয়ন খারিজ করার আগে তাঁকে তাঁর বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়নি।
এরপরই, মোদিকে নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেয় আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ২১ অগাস্ট।
বারাণসী থেকে নির্বাচনকে চ্যালেঞ্জ তেজ বাহাদুরের, মোদিকে নোটিস এলাহাবাদ হাইকোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jul 2019 06:39 PM (IST)
গত লোকসভা নির্বাচনের সময়ে, বারাণসী থেকে তেজ বাহাদুরকে প্রার্থী মনোনীত করে সমাজবাদী পার্টি। কিন্তু, নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার তাঁর মনোনয়ন বাতিল করায় প্রার্থীপদ খারিজ হয়ে যায় তেজ বাহাদুরের।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -