জম্মু: করোনা আবহে পরপর দু’বছর বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা। গত বছর করোনা অতিমারীর জেরে বাতিল করা হয়েছিল অমরনাথ যাত্রা। এবারের যাত্রাও বাতিল করার কথা ঘোষণা করা হল। তবে অনলাইনে দর্শন করা যাবে। অনলাইন দর্শন শুরু হবে ২৮ জুন থেকে। 


শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জম্মু ও কাশ্মীর সরকার শ্রী অমরনাথজি যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে চিরাচরিত প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও ধর্মীয় আচার পালন করা হবে। সারা বিশ্বের পুণ্যার্থীদের জন্য অনলাইনে দর্শনের ব্যবস্থা করা হচ্ছে।’


আজ শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের সদস্যদের উপস্থিতিতে এক বৈঠকে এবারের অমরনাথ যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে ছিলেন স্বামী অবদেশানন্দও। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের চেয়ারম্যান ও উপরাজ্যপাল মনোজ সিনহা জানিয়েছেন, ‘এদিনের বৈঠকে অমরনাথ যাত্রার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পুণ্যার্থীরা যাতে সকাল ও সন্ধেবেলা ভার্চুয়াল মাধ্যমে আরতি দর্শন করতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। মানুষের জীবন বাঁচানো জরুরি। বৃহত্তর জনস্বার্থেই এবারের অমরনাথ যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগের কথা জানে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড। মানুষের আবেগের প্রতি বোর্ড শ্রদ্ধাবান। মানুষের ভাবাবেগের প্রতি সম্মান জানিয়েই রোজ সকালে ও সন্ধেবেলা অমরনাথ গুহা থেকে আরতি দর্শনের ব্যবস্থা করা হচ্ছে।’


উপরাজ্যপাল আরও বলেছেন, ‘প্রথম পূজা, সমাপন পূজার মতো বিশেষ দিনগুলিতে কোভিড প্রোটোকল মেনে চলা জরুরি। শাস্ত্রমতে আরতি করার জন্য যে সমস্ত সাধুসন্তরা অমরনাথ গুহায় যাবেন, তাঁদেরও কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।’


শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের সিইও নীতীশ্বর কুমার জানিয়েছেন, ’২২ অগাস্ট রাখী পূর্ণিমার দিন পবিত্র গুহায় ‘চারি মুবারক’ অনুষ্ঠান হবে। করোনা পরিস্থিতির দিকে নজর রাখছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড। অতিমারী রোখা এবং স্বাস্থ্য পরিকাঠামো জোরদার করাই আমাদের লক্ষ্য।’