মুম্বই: করোনাভাইরাস অতিমারী মোকাবিলায় জারি হওয়া দীর্ঘ লকডাউনের কারণে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে উত্তরাখন্ড চার ধাম দেবস্থানম বোর্ড। সেই ক্ষতির কিছুটা পূরণ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এগিয়ে এল অম্বানী পরিবার। চার ধাম বোর্ডের হাতে তুলে দেওয়া হল ৫ কোটি টাকা। এই অর্থ বোর্ডের হাতে তুলে দেন মুকেশ অম্বানীর পুত্র অনন্ত অম্বানী।
জানা গিয়েছে, চার ধাম বোর্ডের সিইও বিডি সিংহ অম্বানী পরিবারের কাছে নিজেদের আর্থিক অসুবিধার কথা জানিয়ে সাহায্যের অনুরোধ করেন। তারপরই এই সিদ্ধান্ত নেন অম্বানীরা। এই অর্থ থেকেই মন্দিরের সঙ্গে যুক্ত কর্মী, কর্মচারী, পুরোহিতদের কয়েক মাসের বেতন দেওয়া হবে। পাশাপাশি, মন্দিরের জন্য যে সব আবশ্যিক খরচ তা চালানো হবে।
উত্তরাখণ্ড চার ধাম দেবস্থানম বোর্ড কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী ও গঙ্গোত্রী তীর্থক্ষেত্র ছাড়াও আরও ৫১টি মন্দির দেখভালের দায়িত্ব রয়েছে। এবার করোনার কারণে চার ধাম যাত্রা শুরু হয় জুন থেকে। নানা বিধিনিষেধ জারি করা হয়। তার ফলেই আর্থিক ক্ষতির মুখে পড়েছে বোর্ড।
গত বছরের মার্চে উত্তরাখণ্ড সরকারের অনুরোধে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ কমিটিতে যোগ দেন অনন্ত। গত বছর অম্বানী পরিবার ২ কোটি টাকা দান করে। ২০১৮ সালে মেয়ে ঈশার বিয়ের আগে এই তীর্থস্থানে গিয়ে পুজো দেন মুকেশ। সেবার তিনি ৫১ লক্ষ টাকা দান করেছিলেন বলে জানা গিয়েছিল।
উত্তরাখন্ড চার ধাম দেবস্থানম বোর্ডকে ৫ কোটি টাকা সাহায্য অম্বানী পরিবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Oct 2020 04:44 PM (IST)
গত বছরের মার্চে উত্তরাখণ্ড সরকারের অনুরোধে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ কমিটিতে যোগ দেন অনন্ত।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -