নয়াদিল্লি: চরম আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে চলা পাকিস্তানের পক্ষে দুঃসংবাদ। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক পাকিস্তানের জন্য বরাদ্দ ৩০০ মিলিয়ন ডলার অর্থাৎ ২১০০ কোটি টাকার অর্থসাহায্য আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদ জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় এই পদক্ষেপ করেছে তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও পাকিস্তানকে এই ইস্যুতে হুঁশিয়ারি দিয়েছেন। আর এবার টাকা আটকে দিয়ে তারা বিবৃতি দিয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদীদের নিরাপদ বিচরণক্ষেত্র। গত ১৭ বছর ধরে প্রতিবেশী আফগানিস্তানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা। এ জন্য মার্কিন প্রশাসন পাকিস্তানকে কড়া ভাষায় সাবধান করেছে। যদি তারা নিজেদের না শোধরায়, তবে অর্থসাহায্য আর করা হবে কি না তা নিয়ে চিন্তাভাবনা করা হবে।
দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে পাক অর্থনীতি। নয়া প্রধানমন্ত্রী ইমরান খানের সবথেকে বড় দায়িত্ব, অর্থনীতির হাল ফেরানো। এ জন্য সরকারি খরচে কাটছাঁট করারও চেষ্টা করছেন তিনি। আগে থেকেই যাবতীয় আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে রেখেছে তারা, ভবিষ্যতে আর ঋণ পাবে কিনা পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে আমেরিকা সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় তাদের সঙ্কট আরও বেড়ে গেল।
পাকিস্তানকে ফের ধাক্কা ট্রাম্প প্রশাসনের, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আটকে দিল ২১০০ কোটির অর্থ সাহায্য
ABP Ananda, Web Desk
Updated at:
02 Sep 2018 09:40 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -