সোনিপথ: রাগ ও ক্ষোভের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হল জম্মুতে আন্তর্জাতিক সীমান্তের কাছে পাক রেঞ্জার্সের হাতে নির্মমভাবে নিহত হওয়া বিএসএফ জওয়ান নরেন্দর সিংহের।
বৃহস্পতিবার হরিয়ানার সোনিপথ জেলায় থানা কালান গ্রামে বিএসএফ-এর নিহত হেড কনস্টেবলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। তেরঙ্গায় মোড়ানো ছিল শহিদ জওয়ানের দেহ। উপস্থিত মানুষের মুখে ছিল ‘ভারতমাতা কি জয়’, ‘নরেন্দর সিংহ অমর রহে’ স্লোগান। যা গর্জে উঠছিল সেখানকার আকাশ-বাতাস। পাশাপাশি, উঠছিল পাকিস্তান-বিরোধী স্লোগানও। নরেন্দরের পরিবার ও স্থানীয় মানুষরা দাবি করেন, এই বর্বরোচিত আচরণের জন্য পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার, আন্তর্জাতিক সীমান্তের কাছে পাক সেনা প্রথমে নির্বিচারে বিএসএফ জওয়ানকে হত্যা করে। তাঁর গলার নলিও কেটে ফেলে দেওয়া হয়। পরে তাঁর দেহ উদ্ধার করেন সহকর্মীরা।
৫২ বছরের নরেন্দেরের বাড়িতে স্ত্রী ও ২ পুত্র বর্তমান। এদিন বাবার সৎকার ক্রিয়া সম্পন্ন করেন বড় ছেলে মোহিত। তিনি বলেন, দেশের জন্য বলিদান দেওয়ার জন্য আমরা বাবার জন্য গর্বিত।
তিনি যোগ করেন, জাতীয় পতাকায় মুড়ে শেষকৃত্য সবার ভাগ্যে থাকে না। তবে, আমরা এই গর্ববোধ নিয়ে ক্ষান্ত নই। আমাদের আরও গর্ব হবে যখন আরেকটা মৃত্যু (পাক জওয়ানদের) হবে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করছি। এদিন নিহত জওয়ানের শেষকৃত্যে উপস্থিত ছিলেন হরিয়ানার মন্ত্রী কৃষাণ বেদী, কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং বিএসএফ-এর শীর্ষ পদাধিকারীরা।