নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদলগুলিকে নিয়ে এককাট্টা করার ক্ষেত্রে কংগ্রেসের উদ্যোগ জোরাল ধাক্কা খেল। আর ধাক্কা এল বিএসপি নেত্রী মায়াবতীর কাছ থেকে। মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে একলা চলো-র নীতি ঘোষণা করলেন বিএসপি নেত্রী। শুধু তাই নয়, ছত্তিশগঢ়ে কংগ্রেসের বিদ্রোহী নেতা অজিত যোগীর নেতৃত্বাধীন জোটের সঙ্গে হাত মেলানোর কথাও জানিয়েছেন মায়াবতী।
মধ্যপ্রদেশে এ বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন। তার আগে বিএসপির সঙ্গে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে জোট গঠনের ব্যাপারে মায়াবতীকে রাজি করানো যাবে বলে আশা করছিল কংগ্রেস। রাজ্যে টানা ১৫ বছর ক্ষমতায় রয়েছে বিজেপি। বিজেপিকে ক্ষমতা থেকে হঠানোর জন্য মায়াবতীর দলের ভোট এক বাক্সে টেনে আনার পরিকল্পনা করছিল কংগ্রেস। কিন্তু সেই আশায় জল ঢেলে মধ্যপ্রদেশের ২৩০ আসনের মধ্যে ২২ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেন মায়াবতী। তাঁদের মধ্যে রয়েছেন দলের তিন বর্তমান বিধায়কও।
লখনউ-য়ে সাংবাদিক বৈঠকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী বিএসপি এবং অজিত যোগীর জনতা কংগ্রেস ছত্তিশগঢ় সঙ্গে প্রাক-নির্বাচনী জোটের কথাও ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ছত্তিশগঢ়ে অজিত যোগীর দল ৫৫ এবং বিএসপি ৩৫ আসনে লড়াই করবে। জোট সংখ্যাগরিষ্ঠতা পেলে অজিত যোগী মুখ্যমন্ত্রী হবেন বলে জানিয়েছেন মায়াবতী।
ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ২০১৬ সালে কংগ্রেস ছেড়়ে নতুন দল গঠন করেছিলেন।
কংগ্রেসকে বড়সড় ধাক্কা মায়াবতীর, মধ্যপ্রদেশে একলা লড়াই, ছত্তিশগঢ়ে অজিত যোগীর দলের সঙ্গে জোটের ঘোষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Sep 2018 06:55 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -