নাগরিকত্ব বিল নিয়ে বিক্ষোভের জের, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন রাজনাথ
Web Desk, ABP Ananda | 14 Jan 2019 06:47 PM (IST)
নয়াদিল্লি: নাগরিকত্ব বিল নিয়ে অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভের জেরে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। আজ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, সংস্কৃতি ও ভাষাগত পরিচয় বজায় রাখার জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনার জন্য তিনি শীঘ্রই উত্তর-পূর্ব ভারতের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন। গত সপ্তাহে লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব বিল। বাজেট অধিবেশনে রাজ্যসভায় বিলটি পেশ হওয়ার কথা। এই বিলে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশগুলি থেকে সংখ্যালঘুরা অত্যাচারের শিকার হয়ে ভারতে আশ্রয় নিলে, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। এই বিলের তীব্র বিরোধিতা করছে অসমের আঞ্চলিক দলগুলি। কারণ, ১৯৮৫ সালের অসম চুক্তিতে বলা হয়, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যাঁরাই রাজ্যে প্রবেশ করবেন তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে এবং ফেরত পাঠিয়ে দেওয়া হবে। নাগরিকত্ব বিল এই চুক্তির বিরোধী। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, কয়েকদিন আগেই অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপি নেতা রাজনাথের সঙ্গে দেখা করেন। সেই বৈঠকে অসম চুক্তির ৬ নম্বর ধারা প্রয়োগ, অসমের সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয় এবং ঐতিহ্য রক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাঁর সঙ্গে ছিলেন মণিপুরের বিজেপি সভাপতি কে ভবানন্দ সিংহ। তাঁরাও নাগরিকত্ব বিল নিয়ে আলোচনা করেছেন।